হকিতে ভরাডুবি, ওমানের কাছে হেরে অষ্টম বাংলাদেশ

ছবিটি অতীত মুখোমুখির। এবার এশিয়ান গেমসে ওমানের বিপক্ষে পারেনি বাংলাদেশছবি: সংগৃহীত

১৯৭৮ সালে নিজেদের প্রথম এবং সর্বশেষ ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই এশিয়াড হকিতে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। এবার বাংলাদেশের দক্ষিণ কোরিয়ান কোচ সেমিফাইনালে খেলার বড় স্বপ্ন নিয়ে হাংজুতে গিয়েছিলেন।

দল মনে করছিল, গতবারের অবস্থান ধরে রাখতে পারলেই ঢের। সেই অবস্থান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এমনকি সপ্তমও হতে পারেনি। আজ সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে প্রবল প্রতিপক্ষ ওমানের কাছে ৪-৩ গোলে হেরে বাংলাদেশ হয়েছে অষ্টম।

আরও পড়ুন

অথচ ম্যাচে ভালো শুরু করেছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে দলকে এগিয়ে নেন মিলন হোসেন। দ্বিতীয় কোয়ার্টারে ২-০ করেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। তৃতীয় কোয়ার্টারে দারুণভাবে ম্যাচে ফিরে ২-২ করেছে ওমান। শেষ কোয়ার্টারে ওমানে আরও দুটি গোল করেছে। ৫৩ ও ৫৫ মিনিটে পরপর দুই গোল ওমানকে জয়ের পথে নিয়ে যায়। স্কোর হয় ৪-২। শেষ মিনিটে সোহানুর রহমানের গোলে ৪-৩ হয়েছে। ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। হতাশার হার দিয়েই শেষ করতে হলো গেমস।

বাংলাদেশ হকি দলের দক্ষিণ কোরিয়ান কোচ ইয়ং কিউ কিম। বড় স্বপ্ন নিয়ে গিয়েছিলেন এশিয়ান গেমসে
ছবি: প্রথম আলো

ওমানের সঙ্গে জিতলে তবু সান্ত্বনা থাকত যে আসল ম্যাচটা জেতা গেছে। কারণ, হকিতে ওমান-বাংলাদেশ এখন এককালের বাংলাদেশের ফুটবলে আবাহনী-মোহামেডান লড়াইয়ের মতো। সেই লড়াইয়ে হার মানে মর্যাদার প্রশ্নেও হার। অথচ গত এশিয়াডে ওমানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। তার আগের গেমসে অবশ্য ওমান জিতেছে ৩-২ গোলে।

আরও পড়ুন

এবার গ্রুপ পর্বে বাংলাদেশ ৫ ম্যাচের ৩টি হেরেছে জাপান, পাকিস্তান ও ভারতের কাছে। জিতেছে সিঙ্গাপুর ও উজবেকিস্তানের সঙ্গে। গ্রুপে চতুর্থ হওয়ায় ওমানের সঙ্গে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচটা খেলতে হয়েছে। আর ম্যাচটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যায় জিমিদের জন্য।

সেই চ্যালেঞ্জে জেতা যায়নি। বাংলাদেশ দল এশিয়াডে গিয়ে বুঝল, অন্যরা অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ দিন দিন পেছাচ্ছে। দেশে ঘরোয়া হকি নেই। ফলে খেলোয়াড় তৈরি হচ্ছে না সেভাবে, যার মাশুল এশিয়াডে গিয়ে দিতে হয়েছে।