৪১ বছর পর ভারতের কাছে ১২ গোল খেল বাংলাদেশ

বাংলাদেশ হকি দলফাইল ছবি : প্রথম আলো

হাংজু এশিয়ান গেমস হকিতে পাকিস্তানের মতো দল উড়ে গেছে ভারতের সামনে। হেরেছে ১০-২ গোলের বিশাল ব্যবধানে। সিঙ্গাপুর ও উজবেকিস্তানের জালেও ১৬ গোল দিয়েছে ভারত। এমন দুর্দান্ত ছন্দে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ আর কতটাই-বা লড়াই করতে পারত! বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী লড়েছে। কিন্তু শেষ পর্যন্ত বিশাল হারই। বাংলাদেশকে আজ ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। হ্যাটট্রিক করেছেন হারমানপ্রীত সিং ও মানদীপ সিং। দুজনেরই গোল তিনটি করে।

১৯৮২ দিল্লি এশিয়াডে ভারত ১২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। ৪১ বছর পর এশিয়াডে আবার বাংলাদেশের পোস্টে ১২ গোল দিল ভারত। ২০১০ গুয়াংজু এশিয়াডে বাংলাদেশকে ৯-০ গোলে হারায় ভারত। তবে এশিয়াড হকিতে বাংলাদেশের বড় দুটি পরাজয়ের একটিও ভারতের কাছে নয়। দ্বিতীয় বড় হার ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার কাছে ১৪-০ গোলে। তারও আগে ১৯৭৮ সালে নিজেদের প্রথম এশিয়াডে বাংলাদেশ ১৭-০ গোলে হেরেছিল পাকিস্তানের কাছে। এটিই এশিয়াডে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়।

আজ প্রথম কোয়ার্টারে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়লেও সময়ের সঙ্গে ম্যাচ পরিণত হয় একতরফায়। প্রথম কোয়ার্টার শেষে স্কোরলাইন ২-০। দ্বিতীয় কোয়ার্টারে ৬-০। তৃতীয় কোয়ার্টারে ৮-০। শেষ কোয়ার্টারে ১২-০। এবারের এশিয়াডে এটিই সবচেয়ে বড় পরাজয় রোমান সরকারের দলের।

এই ম্যাচ দিয়েই এশিয়াড হকিতে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। গ্রুপে দুটি জয় এসেছে সিঙ্গাপুর (৭-৩) ও উজবেকিস্তানের (৪-২) বিপক্ষে। জাপানের কাছে ৭-২ আর পাকিস্তানের কাছে ৫-২ গোলে হার। ৫ ম্যাচে ৩ হার আর ২ জয়ে বাংলাদেশের চতুর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। চতুর্থ হলে গতবারের ষষ্ঠ স্থান হারিয়ে এবার লড়তে হবে সপ্তম স্থানের জন্য। সপ্তম হওয়াও অবশ্য কঠিন। অথচ যাওয়ার আগে বাংলাদেশের দক্ষিণ কোরিয়ান কোচ বলেছিলেন সেমিফাইনালে খেলার স্বপ্ন তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণ থেকে বাংলাদেশের হকি কতটা দূরে, তা বোধ হয় আর না বললেও চলছে।

আরও পড়ুন