শুরুতেই নেপালের কাছে হেরে পদকের আশা শেষ কাবাডির মেয়েদের

মেয়েদের কাবাডিতে নেপালের কাছে হেরে গেছে বাংলাদেশছবি: নেপাল স্পোর্টস কাউন্সিল

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এশিয়ান গেমসে একসময় নিয়মিত পদক দিয়েছে। নারী দল ব্রোঞ্জ পদক দিয়েছে ২০১০ ও ২০১৪ সালে। প্রথমবার তৃতীয় হয়ে, পরেরবার চতুর্থ। ২০১৮ জাকার্তা এশিয়াডে পারেননি মেয়েরা। এবার পদক জয়ের ভালো সম্ভাবনা ছিল। তিন দলের গ্রুপে পড়ায় সেই পদক নিশ্চিত হতে পারত একটা ম্যাচ জিতলেই। নেপালের বিপক্ষে আজ সেই ম্যাচটিই হেরে গেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ব্যবধানও বেশ বড় ৩৭-২৪।

ফলে এশিয়ান গেমস থেকে পদক পুনরুদ্ধারের আশা কার্যত শেষ বাংলাদেশ নারী কাবাডি দলের। ভারতে ৪৫ দিন টানা প্রশিক্ষণ, ভারতীয় কোচ এনেও শেষ পর্যন্ত ফল শূন্য। মেয়েরা ফিরে পায়নি এশিয়াডে তাদের হারানো পদক।

১৯তম এশিয়ান গেমসে নারী কাবাডিতে বাংলাদেশ পড়েছে ইরান ও নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে।  ‘এ’ গ্রুপে বাকি চার দল ভারত, চীনা তাইপে, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া। প্রতি গ্রুপের দুটি করে দল সেমিফাইনালে যাবে। গেমস কাবাডির নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত। বাংলাদেশ সহজ গ্রুপে পড়ায় খুব ভালো সুযোগ ছিল সেমিতে ওঠার।

কিন্তু আজ গেমসে কাবাডির প্রথম দিনেই হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনালে ওঠা সম্ভব নয়ই বলা যায়। কারণ, গ্রুপের আরেক দল ইরানকে হারানো অসম্ভবই। গত এশিয়াডে নারী কাবাডিতে সোনা জেতা ইরান গ্রুপ সেরা হবে বলে ধরে নিচ্ছে সবাই। বাংলাদেশ যেখানে নেপালের সঙ্গেই পেরে ওঠেনি, ইরানের সঙ্গে পেরে ওঠার বাস্তব সম্ভাবনা নেই।

আরও পড়ুন

তবে মেয়েদের স্বপ্ন ভঙ্গের দিনে বাংলাদেশ পুরুষ কাবাডি দল ভালো শুরু করেছে। প্রথম ম্যাচে তুহিন তরফদাররা জাপানকে উড়িয়ে দিয়েছেন ৫২-১৭ পয়েন্টে। পুরুষ বিভাগেও বাংলাদেশ এবার তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। জাপান ছাড়া গ্রুপে আছে ভারত, চীনা তাইপে ও থাইল্যান্ড।

ছেলেদের কাবাডিতে জাপানকে হারিয়েছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মেয়েদের ব্যর্থতার পর ভরসা এখন ছেলেদের কাবাডি। ২০০৬ সালের পর এশিয়ার সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশ পুরুষ দল আর কোনো পদক জিততে পারেনি।