আশা জাগিয়েও পারলেন না ফাহাদ

দাবাড়ু ফাহাদ রহমানছবি: হ্যানয় আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট

আশা জাগিয়েও শেষ পর্যন্ত নিরাশ হতে হলো ফাহাদ রহমানকে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার (জিএম) দাবা টুর্নামেন্টে আজকের দুটি ম্যাচ জিতলেই প্রথম জিএম নর্ম পেতেন বাংলাদেশের তরুণ এই আন্তর্জাতিক মাস্টার।

কিন্তু ফাহাদ একটি ম্যাচও জিততে পারেননি। আজকের দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও বেঁচে থাকত আশা। কিন্তু ফাহাদ এই দুই ম্যাচ থেকে পেয়েছেন মাত্র আধা পয়েন্ট। সকালে হেরেছেন ভিয়েতনামের ২৩২৬ রেটিংধারী আইএম ত্রান থাংয়ের কাছে। বিকেলে ড্র করেন ফিলিপাইনের আইএম লাবগ এরিকের সঙ্গে, যাঁর রেটিং ২২৫২।

আজ ১ পয়েন্ট পেলে আগামীকাল শেষ রাউন্ডে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে শেষ রাউন্ডে জিতলেও নর্ম হতো ফাহাদের। সেই আশাও আর নেই। কাঙ্ক্ষিত প্রথম জিএম নর্ম পেতে দরকার ছিল ৯ ম্যাচে ৭ পয়েন্ট। ফাহাদের এখন ৮ ম্যাচে সাড়ে ৫ পয়েন্ট। শেষ রাউন্ডে জিতলে হবে সাড়ে ৬।

দাবাড়ু ফাহাদ রহমান
ছবি: হ্যানয় আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট

শেষ দিকে খেই হারিয়ে হতাশ ২৩৯৬ রেটিংধারী ফাহাদ। ভিয়েতনাম থেকে মুঠোফোনে প্রথম আলোকে বললেন, ‘খুবই আফসোস হচ্ছে। সকালের ম্যাচটা ড্র পরিস্থিতিতে একটা ভুল করে হেরেছি। বিকেলের ম্যাচটা জয়ের অবস্থায় থেকে ড্র। এই ম্যাচটা জিতলেও একটা সুযোগ থাকত। কিন্তু হলো না। দিনটাই খারাপ গেছে। প্রতিদিন দুটি করে ম্যাচ। মানসিক চাপের কারণেই হয়তো এমন হয়েছে।’

আরও পড়ুন

২০১৯ সালে আইএম হওয়ার পর এখনো কোনো জিএম নর্ম করতে পারেননি ফাহাদ। নর্মের খোঁজে কদিন আগেই ইউরোপে দুটি দেশে খেলে এসেছেন। এরপর ঢাকায় এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে পেয়েছেন বিশ্বকাপের টিকিট। এখন ভিয়েতনামে নর্মের সুযোগ তৈরি করেও পারলেন না।

গত পরশু এক দিনেই দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নর্মের আশা জাগান ফাহাদ। সেদিন সকালে হারান ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নভেন্দ্রাকে। বিকেলে ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ম মিশ্রকে। এক দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারানোর অভিজ্ঞতা তাঁর এবারই প্রথম। তৃতীয় রাউন্ডে ফাহাদ ৬৪ চালে হারান ২৫০৪ রেটিংধারী ইন্দোনেশিয়ার জিএমকে। এরপর ৪৬ চালে তাঁর শিকার ২৪৮৬ রেটিংয়ের মিশ্র।

আরও পড়ুন

গতকাল পঞ্চম রাউন্ডে হারান ভিয়েতনামের মহিলা গ্র্যান্ডমাস্টার থি কিমকে। টানা তিন ম্যাচে তিন গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী করে তোলে ফাহাদকে। কিন্তু গতকালই ষষ্ঠ রাউন্ডে ড্র করে বসেন সিঙ্গাপুরের ২৩৪৮ রেটিংয়ের ফিদে মাস্টারের সঙ্গে। নিজের চেয়ে কম রেটিংয়ের খেলোয়াড়দের সঙ্গে খারাপ করে একটা সুযোগ হারিয়েছেন ফাহাদ।

আরও পড়ুন