পাকিস্তানের তিন শহরে এসএ গেমস, ঠিক হলো তারিখও
২০১৯ সালের ডিসেম্বরে নেপালে হয়েছিল সর্বশেষ দক্ষিণ এশিয়ান গেমস। পরের আসরটা হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নানা কারণে পাকিস্তান গেমসটা আয়োজন করতে পারছিল না। গেমসটা যেন চলে গিয়েছিল হিমাগারে।
এসএ গেমস নামে পরিচিতি পাওয়া এই গেমস দীর্ঘ ৫ বছর পর অবশেষে পাকিস্তানেই হতে যাচ্ছে। আজ লাহোরে সদস্যদেশগুলোর এক সভায় ঠিক হয়েছে, আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে গেমসটা হবে। সেটিও লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে। এই প্রথম দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসটা হবে তিন শহরে। এর আগে সর্বোচ্চ দুই শহরে হয়েছে।
লাহোর থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সিরাজ উদ্দিন মো. আলমগীর টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন গেমসের সর্বশেষ অগ্রগতি, ‘আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি গেমসের তারিখ চূড়ান্ত হয়েছে আজ। ২৬টি ইভেন্টও চূড়ান্ত হয়েছে। ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক, সাঁতার, শুটিং, কাবাডিসহ মূল ধারার খেলাগুলো আছে। ডিসিপ্লিন চূড়ান্ত হওয়ার মানদণ্ড—অন্তত চারটি দেশ অংশ নিতে হবে।’
রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে হতে যাওয়া এসএ গেমসে ভারত অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে এখনো। ভারতের কোনো প্রতিনিধি লাহোরে আজকের সভায় উপস্থিত ছিলেন না। তবে অনলাইনে ভারতের প্রতিনিধি যুক্ত ছিলেন জানিয়ে সিরাজ উদ্দিন মো. আলমগীর বলেন, ‘সবাই ধরে নিয়েছিল ভারত এই সভায় হয়তো অংশ নেবে না। তবে তারা অনলাইনে যুক্ত হয়েছে। এ পর্যন্ত তাদের সিদ্ধান্ত, গেমসে অংশ নেবে। পরে সিদ্ধান্ত বদল হলে সেটা ভিন্ন বিষয়।’
বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধিদলে আছেন বিওএর উপমহাসচিব আশিকুর রহমানও (মিকু)। আগামীকাল সদস্যদেশগুলোর প্রতিনিধিদের ইসলামাবাদ নেওয়া হবে ভেন্যু দেখানোর জন্য। উদ্বোধন হওয়ার কথা লাহোরে।