অবশেষে প্রিমিয়ার হকিতে দলবদলের ঘণ্টা, ঘর গুছিয়ে ফেলেছে আবাহনী

জাতীয় দলের স্ট্রাইকার পুষ্কর খীসা মিমো আজ প্রথম খেলোয়াড় হিসেবে টোকেন তুলেছেনসংগৃহীত

প্রিমিয়ার হকি লিগের বহুল প্রত্যাশিত দলবদল আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় এক সপ্তাহ আগেই দলবদলের দামামা বেজে গেছে। এরই মধ্যে ঘর অনেকটাই গুছিয়ে ফেলেছে আবাহনী লিমিটেড।

২৬ মাস আগে হওয়া সর্বশেষ প্রিমিয়ার লিগে আবাহনীতে খেলা জাতীয় দলের স্ট্রাইকার পুষ্কর খীসা মিমো আজ প্রথম খেলোয়াড় হিসেবে টোকেন তুলেছেন। হকি ফেডারেশনে তাঁর হাতে টোকেন তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। সঙ্গে ছিলেন আবাহনীর হকি কর্মকর্তা জাকি আহমেদ।  

পুষ্করের পর টোকেন তুলেছেন জাতীয় দলের ফরোয়ার্ড আরশাদ হোসেন ও জাতীয় দলের বাইরে থাকা গোলকিপার অসীম গোপ। অসীম সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলতে পারেননি। গতবার নিয়ম ছিল এক ক্লাবে সার্ভিসেস দলের সর্বোচ্চ ৫ জন খেলতে পারবেন এবং সেটা গোলকিপারসহ। মোহামেডানে ষষ্ঠ সার্ভিসেস খেলোয়াড় হয়ে যান অসীম। অগত্যা অসীম প্রথম বিভাগে উষায় খেলেছেন। গতবার আরশাদ ছিলেন আবাহনীতে।

আরশাদ ও অসীমের টোকেন তোলার সময় আজ তাঁদের পাশে ছিলেন উষা ক্রীড়া চক্রের ক্রীড়া সম্পাদক জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রফিকুল ইসলাম ও ক্লাবটির সাধারণ সম্পাদক আবদুর রশিদ। তাঁদের হাতে টোকেন দিয়েছেন দুই খেলোয়াড়।

হকি কর্মকর্তাদের সঙ্গে টোকেন হাতে গোলকিপার অসীম গোপ (বাঁ থেকে তৃতীয়)
সংগৃহীত

আগে কখনো দলবদল শুরুর আগে এভাবে খেলোয়াড়ের হাতে টোকেন দেওয়া হতো না। দলবদলের দিন ক্লাব খেলোয়াড় নিয়ে এসে টোকেন তুলত। কিন্তু তাতে দেখা যেত, একজন খেলোয়াড়কে একাধিক ক্লাব টাকা দেয়। পরে সেটা নিয়ে গোলমাল বাধে।

তেমনটা এড়াতে এবার দলবদল শুরুর আগেই খেলোয়াড় চাইলে টোকেন নিতে পারবে ফেডারেশন থেকে। পরে তিনি যে ক্লাবে জমা দেবেন সেই ক্লাবের খেলোয়াড় হবেন। আজ টোকেন নিয়ে পুষ্কর, আরশাদ ও অসীম তিনজনই ছিলেন খুশি। যেন মুক্তির আনন্দ পেয়েছেন। আবাহনীতেই থাকছেন জানিয়ে পুষ্কর খীসা যেমন প্রথম আলোকে বললেন, ‘ভীষণ ভালো লাগছে। খেলা মাঠে গড়াবে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।’

আরও পড়ুন

সত্যিই তা-ই। প্রায় ২৮ মাস পর খেলোয়াড়েরা দলবদল পেলেন। কিছু অর্থ যোগ হচ্ছে তাঁদের জীবনে। আবাহনীর এক কর্মকর্তার দাবি, তাদের দলে এবার বেশির ভাগ খেলোয়াড়ের পারিশ্রমিক ৫ লাখ টাকার ওপরে। যদিও এবার হকি খেলোয়াড়দের পারিশ্রমিক আসলে বাড়েনি। কারণ, ক্লাবে ক্লাবে খেলোয়াড় নিয়ে খুব একটা টানাটানি নেই, যা একটু টানাটানি পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলামকে নিয়ে দেখা যাচ্ছে। মোহামেডান চাইছে তাঁকে ধরে রাখতে, আবাহনী চাইছে নিতে।

গত দুটি লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি আবাহনী, এবার তাই যে করেই হোক চ্যাম্পিয়ন হতে মরিয়া ধানমন্ডির দলটি। দলবদলে তারাই অনেকটা এগিয়ে। প্রিমিয়ার হকি লিগের শিরোপা ফিরে পাওয়ার লক্ষ্য পূরণে এবারও আবাহনী চ্যাম্পিয়ন দলই গড়ছে বলে জানান ক্লাবটির হকি কমাটির যুগ্ম সম্পাদক মাহবুবুল এহছান। তাঁর কথা,  ‘আমাদের হকি চেয়ারম্যান মাননীয় মন্ত্রী নসরুল হামিদ। তাঁর সঙ্গে আমরা গতকাল দেখা করেছি। তাঁর একটাই কথা, চ্যাম্পিয়ন হতে হবে এবার। সেই লক্ষ্য পূরণে এবার আমরা দল গঠনের কাজ ৯০ ভাগ সেরে ফেলেছি। খেলোয়াড়দের চুক্তির টাকাও দিয়ে দেওয়া হয়েছে। আমরা চ্যাম্পিয়ন হতে এবার প্রয়োজনে বিশ্বসেরা বিদেশি খেলোয়াড়ও নিয়ে আসব।’

আরও পড়ুন

গতবারের দল থেকে আবাহনী ছেড়ে দিয়েছে আরশাদ ও খোরশেদকে। খোরশেদের চোট সমস্যা। আবাহনী নিশ্চিত করেছে জাতীয় দলের একঝাঁক খেলোয়াড়কে। নিশ্চিত করেছে রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিতুল, সোহানুর রহমান, মহরাব হোসেন, রোমান সরকার, নাইম, আমান শরিফ, মিমো, রাকিবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হুজাইফাদের। গোলে নিয়েছে জাতীয় দলের বিপ্লব কুজুরকে। দ্বিতীয় গোলকিপার হিসেবে সজীবুর রহমানকে নেওয়ার কথা।

টোকেন হাতে জাতীয় দলের ফরোয়ার্ড আরশাদ হোসেন (বাঁ থেকে তৃতীয়)
সংগৃহীত

এবারও নিয়ম অনুযায়ী প্রতিটি দল বাহিনীর ৫ জন খেলোয়াড় নিতে পারবে। তবে এবার গোলকিপার কোটার বাইরে, গতবার ছিল কোটার মধ্যে। বিকেএসপির খেলোয়াড় নেওয়া যাবে ৪ জন। ফলে চাইলেই একটি দল সব সেরাদের নিয়ে দল গড়তে পারবে না, যে সুযোগটা আছে ফুটবলে। এ কারণে হকিতে অন্তত ৩-৪টি দলের ভালো দল গড়ার সুযোগ আছে।  

মোহামেডান তাদের পুরোনো খেলোয়াড়দের ধরে রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন ক্লাবটির দল গঠনের সঙ্গে যুক্ত সাবেক খেলোয়াড় শহিদুল্লাহ টিটু। যার মধ্যে আছেন রাসেল মাহমুদ জিমি, সারোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, শাওন, আমিরুলরা। নতুন হিসেবে আল নাহিয়ান শুভকে নিশ্চিত করেছে সাদাকালোরা। দুটি প্রিমিয়ার লিগ পর আবার শীর্ষ স্তরে ফিরে আসা উষার কর্মকর্তা রফিকুল ইসলাম কামাল জানালেন, আরশাদ ও অসীমের সঙ্গে তারা নিলয়কে নিশ্চিত করেছে। বিকেএসপি নেওয়া হবে ৪ জন। বাহিনী থেকে আরও খেলোয়াড় নেওয়ার চেষ্টা করছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। সব মিলিয়ে কিছু প্রাণ ফিরছে হকি খেলোয়াড়দের মধ্যে। তবে গতবারের চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস আর্থিক সমস্যার কারণ দেখিয়ে দলবদলের তারিখ পেছানোর দাবি জানিয়ে হকি ফেডারেশনকে চিঠি দিয়েছে। ফেডারেশন অবশ্য দলবদল না পেছানোর পক্ষে।

আরও পড়ুন