প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি পেলেন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা

অলিম্পিক কমিটি ও রাশিয়ার পতাকার এ ছবিটি ২০১৪ সোচি শীতকালিন অলিম্পিকের। প্যারিস অলিম্পিকে রাশিয়ার পতাকা দেখা যাবে নাছবি: এএফপি

নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে ২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের অংশ নেওয়ার ব্যাপারে গত শুক্রবার সবুজসংকেত দিয়েছেন অলিম্পিকপ্রধানেরা। দলীয় ইভেন্টের বাইরের প্রতিযোগিতায় এই অ্যাথলেটরা অংশ নিতে পারবেন এবং সে জন্য ইউক্রেনে চলমান যুদ্ধে তাঁরা সমর্থন দিতে পারবেন না।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, রাশিয়ার ৮ জন ও বেলারুশের ৩ জন অ্যাথলেট এখন পর্যন্ত নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সে তুলনায় ইউক্রেন থেকে সুযোগ পাওয়া অ্যাথলেটদের সংখ্যা বেশি। ইউক্রেন থেকে এ পর্যন্ত ৬০ জনের বেশি অ্যাথলেট প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

আরও পড়ুন

আইওসি নির্বাহী বোর্ড জানিয়েছে, ‘যেসব নিরপেক্ষ অ্যাথলেট আন্তর্জাতিক ফেডারেশনগুলোর (আইএফএস) বর্তমান বাছাইপ্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য যোগ্য হিসেবে ঘোষণা করা হবে।’ তবে এ কথাও যোগ করা হয়েছে, সে জন্য অ্যাথলেটদের কিছু কঠিন শর্ত পূরণ করতে হবে। ‘রাশিয়া ও বেলারুশের পাসপোর্টধারী অ্যাথলেটদের দল’ হিসেবে কেউ প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না। এ ছাড়া ‘সক্রিয়ভাবে যুদ্ধকে সমর্থন দেওয়া অ্যাথলেটরা’ প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না এবং ‘রাশিয়া ও বেলারুশের সামরিক বাহিনী কিংবা জাতীয় নিরাপত্তা এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ অ্যাথলেটরা’ প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের কোনো অফিশিয়াল অনুষ্ঠান কিংবা ভেন্যুতে রাশিয়া ও বেলারুশের পরিচয়যুক্ত জাতীয় সংগীত, পতাকা প্রদর্শন করা হবে না।’ এ ছাড়া ‘রাশিয়া ও বেলারুশ সরকারের কোনো অফিশিয়ালকেও ২০২৪ প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ জানানো হবে না।’

রাশিয়া আইওসির এ সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলেছে, তবে যোগ্যতা অর্জনকারী অ্যাথলেটরা প্যারিসে যেতে পারবেন বলেও জানিয়েছে। রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ওলেগ মেতিয়াতসিন বলেছেন, ‘শর্তগুলো বৈষম্যমূলক। এগুলো খেলাধুলার নীতির বিরুদ্ধে যায়। তারা রাশিয়ার খেলাধুলা নয়, অলিম্পিক গেমসের সৌন্দর্য নষ্ট করছে। এটা অগ্রহণযোগ্য।’ বিশ্ব অ্যাথলেটিকসের সভাপতি সেবাস্তিয়ান কোয়ে অবশ্য জানিয়েছেন, প্যারিস অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনো নিরপেক্ষ প্রতিযোগী অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা করার পর দুই দেশের অ্যাথলেটরা বিভিন্ন খেলাধুলায় নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। তবে এ সময়ে অলিম্পিকে অন্তর্ভুক্ত বেশ কিছু খেলাধুলার নিয়ম শিথিল করে এ দুটি দেশের অ্যাথলেটদের খেলায় ফিরতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সেগুলোও অবশ্য শর্তের ভিত্তিতে। তবে অ্যাথলেটিকসে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদেরা এখনো নিষিদ্ধ। সংবাদ সম্মেলনে সেবাস্তিয়ান কোয়ে বলেছেন, ‘রাশিয়া ও বেলারুশের কিছু নিরপেক্ষ অ্যাথলেটকে প্যারিসে দেখা যাবে, কিন্তু সেটা অ্যাথলেটিকসে নয়। এ নিয়ে আমাদের খেলাটির অবস্থান এখনো অপরিবর্তিত।’

গত মার্চে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের ওপর থেকে সরাসরি নিষেধাজ্ঞা তুলে নেয় আইওসি। ইউক্রেন অভিযানে সমর্থন নেই এবং সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ নেই—এ দুটি শর্তে নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় তাঁদের। গত মঙ্গলবার আন্তর্জাতিক স্পোর্টস ফেডারেশন ও জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা বিষয়টি আবারও সামনে টেনে নিয়ে আসেন। তাঁরা রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের নিরপেক্ষ পতাকার অধীন অলিম্পিকে অংশ নেওয়ার কথা বলেন। আগামী ২৬ জুলাই শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে প্যারিস অলিম্পিক। লুইজিয়ানায় অলিম্পিক সম্মেলনে অ্যাথলেটদের প্রতিনিধিরাও এ ব্যাপারে ‘স্পষ্টতা’ চেয়েছেন।

গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী মাতভাই বিদনাই বলেছেন, ‘প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যথাযথভাবে বলেছেন, রুশ অ্যাথলেটদের নিরপেক্ষ পতাকায় রক্তের দাগ থাকবে। আমরা আইওসির কাছ থেকে নেতৃত্ব ও দায়িত্ববোধসম্পন্ন সিদ্ধান্ত আশা করি, যেটা রাশিয়াকে সামরিক প্রচারণায় খেলাধুলাকে ব্যবহার করতে দেবে না।’ গত অক্টোবরে রাশিয়া অলিম্পিক কমিটিকে (আরওসি) নিষিদ্ধ করে আইওসি। গত মাসে এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছে আরওসি।