ওমানে জয়রথ ছুটেই চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের। মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে জুনিয়র এএইচএফ কাপ হকিতে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৬-১ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ১১ জানুয়ারি সেমিফাইনালে থাইল্যান্ড বা চীনা তাইপের বিপক্ষে খেলবেন রকিবুল হাসানরা। শেষ চারে উঠে জুনিয়র এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা হওয়া আমিরুল ইসলাম হ্যাট্রটিক করেছেন আজ। জোড়া গোল করেছেন ওবায়দুল জয়। ১টি গোল করেছেন রকিবুল হাসান। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছিল ৪-০ গোলে। সব মিলিয়ে গ্রুপের তিন ম্যাচে বাংলাদেশ করেছে ২৪ গোল, খেয়েছে মাত্র ১টি।
আজ অবশ্য প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবদুস সালাম মাদামাইনভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। গোল শোধে এরপর মরিয়া হয়ে ওঠেন বাংলাদেশের যুবারা। এরপর ম্যাচের ২৫ ও ২৭ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে করেন জোড়া গোল। বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
এরপর তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে বাংলাদেশ জয় নিশ্চিত করে। ম্যাচের ৩৩ মিনিটে রকিবুল হাসান ও ৩৯ মিনিটে জয় গোল করেন। দুটি গোলই হয়েছে ফিল্ড থেকে।
চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল পেয়েছে। ৫১ মিনিটে জয় নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন। ৫৪ মিনিটে আমিরুল পেনাল্টি কর্নার থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলে বাংলাদেশ ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।