৯ গোল হজম করে প্রথম মাসেই কোচ ছাঁটাই

লিভারপুলের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে বরখাস্ত বোর্নমাউথ কোচ স্কট পার্কারছবি: টুইটার

লিভারপুলের বিপক্ষে বিশাল ব্যবধানে হারই কাল হলো বোর্নমাউথ কোচ স্কট পার্কারের। ৯-০ গোলে হারের পর তিন দিন যেতে না যেতেই এই ইংলিশ কোচকে ছাঁটাই করল ক্লাবটি। লিগে এখন পর্যন্ত বোর্নমাউথ খেলেছে মাত্র চার ম্যাচ। আর লিগ শুরুর প্রথম মাসেই বরখাস্ত হতে হলো পার্কারকে, ইংলিশ প্রিমিয়ার লিগে গত ১৮ বছরে যা কখনো দেখা যায়নি।

অ্যানফিল্ডে শনিবার ৯ গোল হজম করে বোর্নমাউথ
ছবি: প্রিমিয়ার লিগ

অ্যানফিল্ডে শনিবার ৯ গোল হজম করে বোর্নমাউথ। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর বোর্নমাউথ ম্যাচে ফিরতে তো পারেইনি, উল্টো গোল খেয়েছে আরও ৪টি। লিভারপুলের ইতিহাসে প্রিমিয়ার লিগে এটি সবচেয়ে বড় জয়। এর আগে ৯ গোল করার রেকর্ড ছিল শুধু ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটির। ইউনাইটেড দুবার ৯ গোল করেছে।

আরও পড়ুন

লিভারপুলের বিপক্ষে সেই হারের পর পার্কার অভিযোগ করেছিলেন, নতুন খেলোয়াড় কিনতে ক্লাব পর্যাপ্ত অর্থ ব্যয় করেনি। বলেছিলেন, এমন হারে তিনি খুব বেশি বিস্মিত নন। ১৪ মাস আগেই বোর্নমাউথের দায়িত্ব নিয়েছিলেন ৪১ বছর বয়সী এই ইংলিশ কোচ। শেষটা সুখকর না হলেও তাঁর অধীনই প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে বোর্নমাউথ। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ফেরাটাও দারুণ হয়েছিল ক্লাবটির। প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারায় ২-০ গোলে। কিন্তু পরের তিন ম্যাচে হজম করে ১৬ গোল।

আরও পড়ুন

২০০৪ সালে প্রিমিয়ার লিগ শুরুর প্রথম মাসে, অর্থাৎ আগস্টে নিউক্যাসলের কোচের পদ থেকে ছাঁটাই হয়েছিলেন স্যার ববি রবসন এবং পল স্টুরককেও কোচের পদ থেকে বরখাস্ত করেছিল সাউদাম্পটন। তারপর প্রথম কোচ হিসেবে ইংল্যান্ডের শীর্ষ লিগ শুরুর প্রথম মাসেই ছাঁটাই হলেন স্কট পার্কার।

পার্কারের অধীনেই প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে বোর্নমাউথ
ছবি: টুইটার

বিদায়বেলায় পার্কারকে ধন্যবাদ জানিয়ে বোর্নমাউথের মালিক ম্যাক্সিম ডেমিন বলেছেন, ‘শেষ মৌসুমে তাঁর অধীন প্রিমিয়ার লিগে ফেরা ক্লাবের ইতিহাসের অন্যতম বড় অর্জন। তবে দল ও একটা ক্লাব হিসেবে উন্নতির ধারা ধরে রাখতেই এ সিদ্ধান্ত।’ বোর্নমাউথের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন আরেক ইংলিশ কোচ গ্যারি ও’নিল।