‘জিনিয়াস’ ফেদেরারকে মিস করবেন মেসি

রজার ফেদেরার ও লিওনেল মেসি।ছবি: এএফপি

তারকাদের ভক্ত শুধু সাধারণ মানুষই নন, তারকারাও অন্য কোনো তারকার ভক্ত। রজার ফেদেরার যেমন লিওনেল মেসির ভক্ত। বছর তিনেক আগে সুইস কিংবদন্তি বলেছিলেন, তাঁর চোখে সর্বকালের সেরা ফুটবলার মেসি। ‘ফাইন্যান্সিয়াল টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে মেসির ভক্ত উল্লেখ করে বলেছিলেন, আর্জেন্টিনার জার্সিতে মেসিকে বিশ্বকাপ জিততে দেখতে চান তিনি।

আরও পড়ুন

সেই ফেদেরার টেনিস কোর্ট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেছেন সামনের সপ্তাহে লেভার কাপেই দুই যুগের ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছেন।

২০টি গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি এই টেনিস তারকার ঘোষণার পর বিশ্ব ক্রীড়াঙ্গনে চলছে শ্রদ্ধা, শুভকামনা ও শূন্যতার হাহাকারের ঢেউ। চুপ থাকেননি মেসিও।

ইনস্টাগ্রামের পোস্টে ফেদেরারকে নিয়ে স্তুতিমূলক এক বার্তা দিয়েছেন আর্জেন্টাইন তারকা। তিনটি বিশেষণ উল্লেখ করে লিখেছেন, ‘একজন জিনিয়াস, টেনিস ইতিহাসে অনন্য, আর যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ।’

বছরের পর বছর ফেদেরার টেনিস কোর্টে যে আনন্দ দিয়ে গেছেন, সেটি মিস করবেন জানিয়ে মেসি আরও লিখেছেন, ‘নতুন মঞ্চে আপনার জন্য শুভকামনা। কোর্টে আপনার আনন্দ দেওয়া মিস করব।’

ফুটবলবিশ্বের আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোও ফেদেরারের ভক্ত। সুইস টেনিস তারকার অবসর ঘোষণা–পরবর্তী কয়েক ঘণ্টা ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপা লিগের ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন পর্তুগিজ তারকা। সম্ভবত এ কারণে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি।

তবে দুই বছর আগে নিজের অবসরবিষয়ক এক প্রশ্নে ফেদেরারের দীর্ঘদিন খেলে যাওয়ার উদাহরণ টেনে নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন রোনালদো।

আরও পড়ুন

বয়স বাড়লে শরীর ঠিকমতো চলে কি না, প্রশ্নের জবাবে রোনালদো তখন বলেছিলেন, ‘শরীর কোনো সমস্যা নয়। আপনি নিজে কী করতে চান এটাই বড় কথা, বয়স নয়। রজার ফেদেরারই এ ক্ষেত্রে বড় উদাহরণ। উনি আমার আদর্শ।’