উইম্বলডন
সৌভাগ্যে পাওয়া জয়টা কেন নিতে চান না শীর্ষ বাছাই সিনার
উইম্বলডনে গতকাল রাতে শেষ ষোলোয় গ্রিগর দিমিত্রভ চোট পেয়ে কোর্ট ছাড়ায় কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার।
হার চোখ রাঙাচ্ছিল ইয়ানিক সিনারকে; কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচিয়ে দিল সৌভাগ্য, যেটা গ্রিগর দিমিত্রভের জন্য আবার দুর্ভাগ্য।
উইম্বলডনের গতকাল রাতে শেষ ষোলোয় ১৯তম বাছাই দিমিত্রভের মুখোমুখি হন সিনার। র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় এই ইতালিয়ান প্রথম দুই সেট হেরেও (৩-৬, ৫-৭) যান বুলগেরিয়ান দিমিত্রভের কাছে। তৃতীয় সেটে ২-২ এ থাকতে ডান পাশে বুকের ওপরে মাংসপেশিতে চোট পেয়ে কোর্টেই পড়ে যান দিমিত্রভ। সিনার ছুটে যান তাঁর কাছে। শেষ পর্যন্ত আর খেলা চালিয়ে যেতে পারেননি দিমিত্রভ। চোখের জলে ভিজে সেন্টার কোর্ট ছাড়তে হয় তাঁকে। সিনার কোয়ার্টার ফাইনালে উঠলেও এই ম্যাচ জিতেছেন বলে তিনি মনে করেন না।
ওপেন যুগে নবম পুরুষ খেলোয়াড় হিসেবে টানা সাতটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেও বন্ধু দিমিত্রভ চোট পেয়ে বিদায় নেওয়ায় মন ভালো নেই সিনারের। সেটা বোঝা গেছে সেন্টার কোর্টেই। দিমিত্রভকে কোর্ট ছাড়তে সাহায্য করার পর আবারও ফিরে আসেন সিনার। কোর্টে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘এটাকে আমি জয় বলে মনে করি না। আমাদের সবার জন্যই এটা দুর্ভাগ্যজনক এক মুহূর্ত।’
তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েও সুস্থ হয়ে উঠতে পারেননি দিমিত্রভ। তাঁর ইনজুরি প্রবণতাও সকালের জানা। এ নিয়ে টানা পাঁচটি গ্র্যান্ড স্লামে চোটের কারণে বিদায় নিতে হলো দিমিত্রভকে। এ নিয়ে সিনার বলেছেন, ‘চোটের কারণে গত কয়েকটি গ্র্যান্ড স্লামে সে খুব ভুগেছে। তাকে আবারও চোট পেতে দেখাটা খুব কঠিন বিষয়। সে খেলাটাকে কতটা ভালোবাসে সেটা তার প্রতিক্রিয়া দেখেই বোঝা গেছে। এমন সমাপ্তি আমরা দেখতে চাইনি। এটা কষ্টের।’
প্রথম সেটে কোর্টে পড়ে গিয়ে সিনারও ডান কনুইয়ে হালকা চোট পেয়েছিলেন। তবে দিমিত্রভের মতো তাঁকে ভুগতে হয়নি। এক বছর আগে এই অল ইংল্যান্ড ক্লাবেই শেষ ষোলোয় হাঁটুর চোটের দানিল মেদভেদেভের বিপক্ষে ম্যাচ ছেড়ে দিয়ে আসতে হয়েছিল দিমিত্রভকে। এবার আবারও একই ঘটনার শিকার হওয়ায় সিনারের কণ্ঠে দিমিত্রভের প্রতি সহানুভূতিই ঝরল, ‘বুঝতে পারছি না কী বলা উচিত। সে অবিশ্বাস্য খেলোয়াড়, যেটা আমরা আজ দেখেছি। গত কয়েক বছরে ভাগ্য তার সহায় হয়নি। সে আমার বন্ধু এবং কোর্টের বাইরেও আমাদের বোঝাপড়া ভালো। পরের রাউন্ডে খেলার সুযোগ থাকলে এটা তার পাওনা।’
তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সিনার কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের ১০ম বাছাই বেন শেলটনের মুখোমুখি হবেন।
মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন পোল্যান্ডের ৮ম বাছাই ইগা সিওনতেক। ডেনমার্কের ২৩তম বাছাই ক্লারা টওসনকে ৬-৪, ৬-১ গেমে হারান তিনি। পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী সিওনতেক কখনো উইম্বলডনের ফাইনালে উঠতে পারেননি।