সাবিনা-ইমরানুরের দিনে ক্রীড়াঙ্গনের মিলনমেলা

সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারবিজয়ীরাশামসুল হক

স্বজন-বন্ধুদের সঙ্গে পুনর্মিলনে আনন্দময় ঈদের ছুটির রেশ এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড়সড় মিলনমেলা হয়ে গেল আজ। রাজধানীর একটি হোটেলে সে মিলনমেলা বসেছে সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের সৌজন্যে।

২০২২ ও ২০২৩ সালের দেশের ক্রীড়াঙ্গনের সেরাদের স্বীকৃতি দিতে আয়োজিত হয় সিটি গ্রুপ-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান। বিচারকদের রায়ে ২০২২ সালের বর্ষসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আর ২০২৩ সালের সেরা হয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

২০০৪ সালে প্রথম আলো ক্রীড়া পুরস্কার চালুর পর কোনো ফুটবলার ও স্প্রিন্টার বর্ষসেরা হলেন এই প্রথম। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক অ্যাথলেট রওশন আখতার ছবি এবং সাবেক ফুটবলার ও বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

এ ছাড়া পাঠকদের ভোটে ২০২২ সালের বর্ষসেরা হয়েছেন সাকিব আল হাসান, ২০২৩ সালের সেরা শেখ মোরছালিন। কুপন, এসএমএস ও অনলাইন ভোটের মাধ্যমে পাঠকেরা বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন ও চূড়ান্ত ভোট দিয়েছিলেন।

বিকেল পাঁচটায় মূল অনুষ্ঠান শুরুর আগে থেকেই সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, সংগঠকেরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। নিজ ও ভিন্ন খেলার ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাতে গল্প-আড্ডা ও স্মৃতিচারণায় মেতে ওঠেন তাঁরা। ছিল রেড কার্পেটে মিলনমেলা নিয়ে অনুভূতি–প্রকাশ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ
প্রথম আলো

প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান।

দুই বছরের জন্য দুই পর্বে বিভক্ত ছিল অনুষ্ঠান। শুরুতেই ২০২২ সালের জন্য আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় রওশন আখতার ছবির হাতে, যিনি একাধিকবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানবী হয়েছিলেন। আজীবন সম্মাননার সঙ্গে ছিল বর্ষসেরা উদীয়মান, বর্ষসেরা নারী, বর্ষসেরা রানারআপ (দুজন), বর্ষসেরা ক্রীড়াবিদ এবং পাঠকের ভোটে বর্ষসেরার পুরস্কার।

রওশন আখতারের হাতে আজীবন সম্মাননার স্মারন তুলে দেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী
প্রথম আলো

২০২২ সালের সেরা উদীয়মানের পুরস্কার জেতেন সে বছর বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনের রেকর্ড ৬২৯.২ স্কোর তোলা কামরুন নাহার কলি। এ বছরের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জেতেন আর্চার নাসরিন আক্তার। কঙ্গোয় জাতিসংঘের শান্তি মিশনে থাকায় অনুষ্ঠানে থাকতে পারেননি নাসরিন, তবে ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। নাসরিনের হয়ে তাঁর মা মঞ্চে পুরস্কার নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরও পড়ুন

২০২২ সালের বর্ষসেরা দুই রানারআপই ক্রিকেটার—লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। একে অপরের হাতে পুরস্কারও তুলে দেন দুজন। এ সময় মিরাজ ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সেঞ্চুরির স্মৃতি তুলে ধরে বলেন, ‘সেদিন লিটনদাকে বলেছিলাম একটা ব্যাট উপহার দিতে। প্রথমে তিন মাস ঘুরিয়েছেন। পরে যেটা দিয়েছেন, সেটা হচ্ছে বিরাট কোহলির কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাট।’

২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ সাবিনা খাতুনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট দল সাবেক অধিনায়ক হাবিবুল বাশার
প্রথম আলো

২০২২ সালের পারফরম্যান্সে ক্রিকেটসহ অন্যান্য অঙ্গনের সবাইকে ছাপিয়ে গেছে সাবিনার কীর্তি। সে বছর নেপালের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী দলের অধিনায়ক ছিলেন তিনি। শুধু অধিনায়কত্বই নয়, টুর্নামেন্টে ২টি হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ৮ গোল করে টুর্নামেন্ট–সেরাও হন। সাফজয়ী দলের সতীর্থদের মঞ্চে ডেকে পুরস্কার হাতে তোলেন সাবিনা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেওয়া হয় ২০২৩ সালের পুরস্কার। তার আগে মঞ্চে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী রাহুল আনন্দ ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ২০২৩ সালের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয় কাজী সালাহউদ্দিনকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে থাকা সালাহউদ্দিনকে উত্তরীয় পরিয়ে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এ সময় আবেগাপ্লুত সালাহউদ্দিন বলেন, ‘আমি শেখ কামাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, স্বাধীনতা পদক পেয়েছি। আজ প্রথম আলো ক্রীড়া পুরস্কার পেলাম। মনে হচ্ছে, আমার জার্নিটা আজ কমপ্লিট হলো।’

আজীবন সম্মাননা ২০২৩ পেয়েছেন কাজী সালাহউদ্দিন
প্রথম আলো

২০২৩ সালের জন্য বর্ষসেরা উদীয়মানের খেতাব জেতেন শেখ মোরছালিন। বর্ষসেরা রানারআপ হন জাতীয় দল ও ক্লাবে মোরছালিনের সতীর্থ রাকিব হোসেন। আরেক রানারআপ হন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন। ২০২৩ সালের বর্ষসেরা নারীর পুরস্কার জেতেন ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করা বাংলাদেশ দলের ব্যাটার ফারজানা হক। তাঁর পুরস্কার হাতে পাওয়ার মুহূর্তে মঞ্চে ওঠেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা, যিনি পরে দর্শকদের অনুরোধে কয়েক লাইন গানও গেয়ে শোনান।

২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতেন স্প্রিন্টার ইমরানুর রহমান, যিনি সে বছর কাজাখস্তান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন। এশিয়ান পর্যায়ে বাংলাদেশের প্রথম পদকই এটি। ইমরানুরের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস।

২০২৩ সালের বর্ষসেরা ইমরানুর রহমান, পুরস্কার তুলে দেন শাহরিয়ার নাফীস
প্রথম আলো

বর্ষসেরা চূড়ান্ত করা হয়েছে পাঁচ সদস্যের বিচারক প্যানেলের ভোটে। বিচারক প্যানেলের প্রধান ছিলেন সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু (চেয়ারম্যান)। সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান; সাবেক হকি খেলোয়াড় মামুন-উর-রশিদ; সাবেক সাতারু মাহফুজা খাতুন শীলা এবং ক্রীড়াজগত সম্পাদক দুলাল মাহমুদ।

কে পেলেন কোন পুরস্কার

২০২২

বর্ষসেরা ক্রীড়াবিদ : সাবিনা খাতুন

বর্ষসেরা রানারআপ : মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস

বর্ষসেরা নারী: নাসরিন আক্তার

বর্ষসেরা উদীয়মান: কামরুন নাহার কলি

পাঠকের ভোটে বর্ষসেরা: সাকিব আল হাসান

আজীবন সম্মাননা: রওশন আখতার ছবি

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (সবার ডানে) ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকীর (সবার বাঁয়ে) মাঝে পুরস্কার বিজয়ীরা
তানভীর আহাম্মেদ

২০২৩

বর্ষসেরা ক্রীড়াবিদ: ইমরানুর রহমান

বর্ষসেরা রানারআপ: নাজমুল হোসেন ও রাকিব হোসেন

বর্ষসেরা নারী: ফারজানা হক

বর্ষসেরা উদীয়মান: শেখ মোরছালিন

পাঠকের ভোটে বর্ষসেরা: শেখ মোরছালিন

আজীবন সম্মাননা: কাজী সালাহউদ্দিন