আইপিএলের আদলে তিন ভাগে আইসিসির নিলাম

দুবাইয়ে আইসিসির সদরদপ্তরফাইল ছবি: এএফপি

আট বছরের জন্য সম্প্রচারস্বত্বের দরপত্র আগামী সোমবার আহ্বান করবে আইসিসি। তবে আগের ধারা ভেঙে এবার অঞ্চলভেদে আলাদা করে দরপত্র আহ্বান করা হবে।

সম্প্রচারস্বত্ব আইপিএলের মতো তিনটি প্যাকেজে ভাগ করে সবার আগে ভারতের বাজারে দরপত্র আহ্বান করবে আইসিসি। তবে ই-নিলাম নয়, মুখবন্ধ খামে দরপত্র হাঁকা হবে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সম্প্রচারস্বত্বের দরপত্র সবার আগে ভারতের বাজারে ছাড়াটা আইসিসির জন্যই ভালো হবে। আইসিসির বৈশ্বিক রাজস্বের ৭০ শতাংশই আসে ভারতের ক্রিকেট বাজার থেকে।

আরও পড়ুন

আইসিসি এর আগে যেভাবে বৈশ্বিক দরপত্র আহ্বান করেছে, সেভাবে এবার কিছুই হচ্ছে না। ছেলে ও মেয়েদের ক্রিকেটের সম্প্রচারস্বত্ব আলাদা করে বিক্রি করা হবে। ডিজিটাল সম্প্রচারস্বত্বও বিক্রি করা হবে আলাদা করে।

টিভিস্বত্ব ও ডিজিটাল স্বত্ব আলাদাভাবে এবং টিভি ও ডিজিটাল স্বত্ব একসঙ্গে করে তিনটি প্যাকেজ বানিয়েছে আইসিসি। ক্রিকইনফো জানিয়েছে, নিজেদের এই সম্প্রচারস্বত্বের দরপত্র তৈরি করার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করেছে আইসিসি। আইপিএলে সম্প্রচারস্বত্ব বিক্রির যে মডেল ব্যবহার করা হয়, সেটি দেখেছে সংস্থাটি।

আইপিএলের মতোই সম্প্রচার স্বত্ত্ব তিন ভাগে ভাগ করেছে আইসিসি
ফাইল ছবি: এএফপি

আগামী বছর থেকে শুরু হবে এই সম্প্রচারস্বত্বের মেয়াদ। দরপত্র ২০ জুন ভারতের বাজারে ছাড়ার পর ২২ আগস্টের মধ্যে আগ্রহীরা নিজেদের বিডিংয়ের কাগজপত্র জমা দিতে পারবেন। সেপ্টেম্বরে গিয়ে বিজয়ীর নাম প্রকাশ করবে আইসিসি।

আরও পড়ুন
আরও পড়ুন

অঞ্চলভেদে আলাদা করে সম্প্রচারস্বত্ব বিক্রির পেছনে আইসিসি মনে করছে, এতে নিলামে আগ্রহীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এবং সব মিলিয়ে রাজস্ব আয়ের অঙ্কও বাড়বে। মোট ৭১১টি ম্যাচের জন্য হাঁকা হবে এ দরপত্র। এর আওতায় ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও রয়েছে।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিলামে আগ্রহীরা ছেলেদের ইভেন্টে প্রথম চার বছরের জন্য বিডিংয়ের কাগজ জমা দিতে পারবেন। তবে আট বছরের জন্য নিলামে অংশ নেওয়ার সুযোগও আছে।’ কোনো স্বত্ব শুধু প্রথম চার বছরের জন্য বিক্রি হলে পরের চার বছরের জন্য আলাদা উইন্ডো খুলে সেই স্বত্ব বিক্রি করবে আইসিসি।

আরও পড়ুন