করোনায় ওয়েস্ট ইন্ডিজ দলে এক পরিবর্তন

করোনা পজেটিভ কিমো পোলের জায়গায় সুযোগ পেয়েছেন রোমারিও শেফার্ডছবি : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে করোনা পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অলরাউন্ডার কিমো পল। যে কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর বদলি হিসেবে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড।

তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পূর্বঘোষিত দলে রিজার্ভ ক্রিকেটার তালিকায় ছিলেন। শেফার্ড এখন মূল দলে যোগ দেওয়ার রিজার্ভ হিসেবে তাঁর জায়গায় রাখা হয়েছে ওডিন স্মিথকে। আজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন
পেস বোলিংয়ের সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবেও কার্যকরী শেফার্ড
ছবি : এএফপি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওভারপ্রতি ৭.৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন শেফার্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেফার্ডই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। বিশ ওভারের খেলায় তাঁর সেরা বোলিংও (৩/২১) এসেছে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে।

আরও পড়ুন

এ ছাড়া ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার ওয়ানডে খেলেছেন ১৩টি, উইকেট নিয়েছেন ৯টি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভেন্যু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম আবার শেফার্ডের ঘরের মাঠ।

আজ এই মাঠেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। ১৩ ও ১৬ জুলাই সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দল :

নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল ও জাইডেন সিলস।

রিজার্ভ: ওডেন স্মিথ

আরও পড়ুন
আরও পড়ুন