পচেত্তিনো প্রতি সপ্তাহে একবার ছাঁটাই হন

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোছবি: টুইটার

দরজা খুলেই রেখেছে পিএসজি। মরিসিও পচেত্তিনোর এখন শুধু হেঁটে চৌকাঠ পেরোলেই চলবে। পিএসজিতে পচেত্তিনো-যুগটা দেড় মৌসুমেই শেষ হবে বলে গুঞ্জন। দেড় মৌসুমে ক্লাবের কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারেননি পচেত্তিনো।

দুই মৌসুমে জিতেছেন একটি লিগ শিরোপা। যে দলে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে আছে, সে দলের জন্য এটাকে ব্যর্থতা হিসেবে দেখা হয়। তাই মৌসুম শেষ হওয়ার আগেই পচেত্তিনোকে বাতিল করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

যাঁর ব্যাপারে এসব কথা বলা হচ্ছে, তাঁর এমন কিছু ভালো লাগার কথা নয়। প্রতি সপ্তাহেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের চাকরি নিয়ে কথা বলতে হয়। বলতে হয়, এখনো এক বছর বাকি আছে চুক্তির। ত্যক্তবিরক্ত হয়ে তাই এবার একটু ভালোমতোই নিজের ক্ষোভটা জানিয়ে দিয়েছেন এস্পানিওল ও টটেনহামের সাবেক কোচ। বলেছেন সংবাদমাধ্যমের সৃষ্ট গুঞ্জনে কান না দিতে, ওরা প্রতি সপ্তাহে তাঁকে ছাঁটাই করে।

এই প্রথম কোচ হিসেবে কোনো লিগ জিতেছেন পচেত্তিনো। টটেনহামে থাকার সময় কোনো শিরোপা স্বাদই পাওয়া হয়নি। সেখানে পিএসজিতে এসেছে লিগ ও কাপ—দুটোই জিতেছেন। কিন্তু যা পচেত্তিনোর কাছে অর্জন, সেটা পিএসজির কাছে ব্যর্থতা। দলবদলের বাজারে তোলপাড় ফেলে, বেতনসীমা আকাশে তুলে শুধু ফ্রেঞ্চ লিগ জিতলে যে চলছে না তাদের। বাজারে জোর গুঞ্জন, এই মৌসুমে আর পিএসজিতে দেখা যাবে না ক্লাবের সাবেক খেলোয়াড়কে।

আরও পড়ুন
আরও পড়ুন

পচেত্তিনোর জায়গায় রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ও চ্যাম্পিয়নস লিগ জয়কে পৃথিবীর সহজতম কাজ মনে করানো জিনেদিন জিদানকে চাইছে পিএসজি। তাঁকে রাজি করাতে স্বয়ং কাতারের প্রিন্স গিয়েছিলেন প্যারিসে। কিন্তু জিদান রাজি হননি। এখন বাজারে দুজনের নামে গুঞ্জন শোনা যাচ্ছে। রোমার দায়িত্বে থাকা জোসে মরিনিও এবং নিসের দায়িত্বে থাকা ও গত মৌসুমে লিলকে ফ্রেঞ্চ লিগ জেতানো ক্রিস্তফ গালতিয়ের।

এদিকে এই মৌসুম শেষেই পিএসজি ছাড়তে বাধ্য হওয়া আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াও ইঙ্গিত দিয়েছেন পিএসজিতে পরিবর্তন আসছে। নিজের প্রথম মৌসুমে প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি লিওনেল মেসি। দি মারিয়ার দাবি, নতুন কোচ এলেই সেরাটা দেখাবেন মেসি।

জিদানের প্রতি আগ্রহী পিএসজি
ফাইল ছবি: এএফপি

ইস্পোর্তথ্রির সঙ্গে সাক্ষাৎকারে নিজের চাকরি নিয়ে চারপাশে ওঠা গুঞ্জনে বিরক্তি প্রকাশ করেছেন পচেত্তিনো, ‘আমার চুক্তিতে এখনো এক বছর বাকি আছে এবং এ নিয়ে অনেক বেশি গুজব ছড়িয়েছে। প্রতি সপ্তাহে আমাকে ছাঁটাই করা হচ্ছে (খবরে)। পিএসজি বলেই এমন খবরের জন্ম হয়। ক্লাব নিজেদের নতুন করে গোছাচ্ছে। ক্লাব সভাপতি খুব দ্রুত নতুন প্রকল্পের কথা জানাবেন। কিন্তু আমি শান্ত আছি।’

আরও পড়ুন

টটেনহামে কোনো শিরোপা না জিতলেও প্রতিভা চিনতে পারা, তরুণদের নিয়ে কাজ করা ও সীমিত শক্তি নিয়েই লড়াই করে নজর কেড়েছিলেন পচেত্তিনো। রিয়াল মাদ্রিদও তাঁর ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। পচেত্তিনো তাই সবাইকে নিজের দক্ষতার কথা আবার মনে করিয়ে দিতে চাইলেন, ‘পিএসজিতে যেতে হলে আপনাকে ভালো কোচ হতে হবে। এখানে দেড় বছর কাটানোর পর নিজেকে সেরাদের একজন মনে হচ্ছে। এতগুলো তারকার লকার রুমকে নেতৃত্ব দিয়ে প্রতিদিন নতুন কিছু শিখেছি।’

আরও পড়ুন

যে চ্যাম্পিয়নস লিগে হার তাঁর চাকরি অনিশ্চয়তা সৃষ্টি করেছে, সেই হারকেও বড় করে দেখতে রাজি নন পচেত্তিনো, ‘চেলসি, সিটি এবং লিভারপুলের মতো আমরাও মাদ্রিদকে হারানোর খুব কাছে চলে গিয়েছিলাম। আমরা এর মধ্য দিয়ে গেছি। আমার ধারণা, আমরাই ভালো দল ছিলাম। কিন্তু শেষ কাজটা করতে পারিনি। যদি চ্যাম্পিয়নস লিগ জেতাই লক্ষ্য হয়, তাহলে এমন ঝড় ওঠাটাই স্বাভাবিক।’