অ্যান্ড্রয়েডের গেমস খেলা যাবে উইন্ডোজেও
উইন্ডোজ ১০ এবং ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারেই খেলা যাবে ‘গুগল প্লে গেমস’–এর বিভিন্ন গেম। গুগলের অনলাইন গেমিং সেবাটি ব্যবহারের জন্য বাড়তি কোনো যন্ত্রের দরকার হবে না। এরই মধ্যে হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করেছে গুগল। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুযোগ মিলবে।
গুগল জানিয়েছে, নতুন এ সুবিধা কাজে লাগিয়ে কম্পিউটারেই স্মার্টফোনের জনপ্রিয় গেম মোবাইল লিজেন্ডস, সামোনারস ওয়ার, স্টেট অব সারভাইভাল এবং থ্রি কিংডমস ট্যাকটিস খেলা যাবে। এ জন্য বাড়তি কোনো খরচের প্রয়োজন হবে না। গুগলের স্ট্যান্ড অ্যালোন অ্যাপটি কম্পিউটারে ডাউনলোড করে নিবন্ধন করলেই অ্যানড্রয়েডের জন্য তৈরি গেমগুলো খেলা যাবে।
এ বিষয়ে গুগল প্লে গেমসের গ্রুপ পণ্য ব্যবস্থাপক অর্জুন দয়াল জানান, গেমাররা সহজেই পছন্দের গেমগুলো ডাউনলোড করে বড় পর্দায় খেলার সুযোগ পাবেন। গুগল প্লে গেমস প্রোফাইল থাকায় গেমাররা চাইলেই মুঠোফোনে খেলা গেমের পরবর্তী ধাপ কম্পিউটারে শুরু করতে পারবেন। খেলার বিভিন্ন অর্জন বা পয়েন্টও যোগ হবে।