ফটো ফ্রেম
অ্যাপলের ভাসমান গোলাকার দোকান
সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস রিসোর্টে ১০ সেপ্টেম্বর একটি দোকান চালু করেছে অ্যাপল। জায়গার নামানুসারে নাম রেখেছে ‘অ্যাপল মেরিনা বে স্যান্ডস’। অ্যাপল তাদের দোকানগুলোকে বলে ‘অ্যাপল স্টোর’। সিঙ্গাপুরে তৃতীয় এবং বিশ্বব্যাপী ৫১২তম হলেও নতুন অ্যাপল স্টোরটি অনেক দিক থেকেই অনন্য। প্রথমত, ভবনটি পানিতে ভাসছে বলে ভ্রম হয়। তা ছাড়া নকশাও গোলাকার। তৈরিতে ১১৪টি কাচের টুকরো ব্যবহার করা হয়েছে।