ওয়ার্ডপ্রেসের এক দশক

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট তৈরির কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) এক দশক পার করে ১১ বছরে পা দিল। গতকাল সোমবার ছিল ওয়ার্ডপ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী।

২০০৩ সালের ২৭ মে শুরু হয় ওয়ার্ডপ্রেসের যাত্রা। সারা পৃথিবীতে জনপ্রিয় মুক্ত সফটওয়্যার হিসেবে ওয়ার্ডপ্রেসের রয়েছে তুমুল জনপ্রিয়তা। এ উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশেষ মিট-আপ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে গতকাল সোমবার আয়োজিত মিট-আপে বাংলাদেশে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা অংশ নেন। এতে পরবর্তী সময়ে যাতে সব ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী একসঙ্গে নিয়মিতভাবে কারিগরি কর্মশালা, মিট-আপ করা যায় সে বিষয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে তৈরি জনপ্রিয় সফটওয়্যার ওয়ার্ডপ্রেস শুরুর দিকে বিনা মূল্যে ব্লগিং প্ল্যাটফর্ম ছিল, যা পরবর্তী সময়ে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনা মূল্যে তা নামিয়ে (ডাউনলোড) ব্যবহারের সুযোগ দেয়। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কোনো ধরনের পিএইচপি, মাইএসকিউএলসহ অন্যান্য প্রোগ্রামিং ভাষা জানা ছাড়াই দারুণ সব ওয়েবসাইট তৈরি সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সারা বিশ্বের প্রথম সারির প্রায় ওয়েবসাইটগুলোর মধ্যে শতকরা ১২ ভাগে ব্যবহূত হচ্ছে ওয়ার্ডপ্রেস। এর প্লাগইন সহজে ইনস্টল করে ওয়েবসাইটকে আরও স্বয়ংক্রিয় করে তোলা সম্ভব। ওয়ার্ডপ্রেসের রয়েছে অসংখ্য থিম যা বিনা মূল্যেই ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস বিনা মূল্যে নামানো যাবে www.wordpress.org/download ঠিকানা থেকে।

ওয়ার্ডপ্রেস ডট অর্গ অবলম্বনে নুরুন্নবীচৌধুরী