কে ইনি, চেনা চেনা লাগে

অ্যারল মাস্কএএফপি

প্রথম দেখায় ছবিতে থাকা ব্যক্তিকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলে ভুল হতেই পারে। কিন্তু মাত্র ৫০ বছর বয়সী ইলন মাস্ক তো এত বুড়ো নন। তবে কি ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার সমঝোতা করে হঠাৎ বুড়ো হয়ে গেলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক!

অ্যারল মাস্ক
এএফপি

ছবিতে থাকা ব্যক্তি হলেন অ্যারল মাস্ক। ইলন মাস্কের বাবা তিনি।

অ্যারল মাস্ক
এএফপি

অ্যারল মাস্ক দক্ষিণ আফ্রিকার নাগরিক। ইলন মাস্কও ১৭ বছর বয়স পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বড় হয়েছেন। আর তাই পুরোনো দিনের স্মৃতিবিজড়িত বাসায় বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন অ্যারল মাস্ক।

অ্যারল মাস্ক
এএফপি

কাচের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছেন অ্যারল মাস্ক।
সূত্র: এএফপি