গাণিতিক বাক্যে গুণ ও ভাগের কাজ আগে করা হয়

সংক্ষিপ্ত উত্তর  অংশ-৩

প্রিয় শিক্ষার্থী আজ গণিতের ২নং প্রশ্ন ‘সংক্ষিপ্ত উত্তর’ দেওয়া হলো।

অধ্যায়-৩
প্রশ্ন: আমরা কখন বন্ধনীর ব্যবহার করি?
উত্তর: দুইটি গাণিতিক বাক্য থেকে একটি গাণিতিক বাক্য গঠন করতে আমরা বন্ধনীর ব্যবহার করি।
প্রশ্ন: গাণিতিক বাক্যে কোন চিহ্নের কাজ আগে করতে হয়?
উত্তর: গুণ ও ভাগের।
প্রশ্ন: বন্ধনী থাকলে গাণিতিক বাক্যে কোন বন্ধনীর কাজ আগে করতে হয়?
উত্তর: প্রথম বন্ধনী।
প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?
উত্তর: আগে।
প্রশ্ন: “{ }” এটা কোন বন্ধনী?
উত্তর: দ্বিতীয় বন্ধনী।
প্রশ্ন: ৫০ - (১৬ + ২২) = কত?
উত্তর: ১২।
প্রশ্ন: ১০০ - (৪০ × ২) = কত?
উত্তর: ২০।
প্রশ্ন: ১ - {১ - (১ - ১)} = কত?
উত্তর: ০।
প্রশ্ন: ২০০ - (৫ × ২০) = কত?
উত্তর: ১০০।
প্রশ্ন: ২টি কলা ও ৩টি আমের দাম একত্রে ৩০ টাকা। ২টি কলার দাম ১২ টাকা হলে ১টি আমের দাম কত?
উত্তর: ৬ টাকা।
প্রশ্ন: দুইটি সংখ্যা গুণফল ৬২৭২, একটি সংখ্যা ৬৪ হলে অপর সংখ্যাটি কত?
উত্তর: ৯৮।

অধ্যায়-৪
প্রশ্ন: গড় × রাশিগুলোর সংখ্যা = কী?
উত্তর: রাশিগুলোর যোগফল।
প্রশ্ন: ৩, ১৫, ২০, ১৪ সংখ্যাগুলোর গড় কত?
উত্তর: ১৩।
প্রশ্ন: সংখ্যাগুলোর গড় নির্ণয় করো:
১৫, ১০, ২০, ৩০, ৪০
উত্তর: ২৩।
প্রশ্ন: সংখ্যাগুলোর গড় নির্ণয় করো:
৪, ১৪, ১২, ১৮
উত্তর: ১২।
প্রশ্ন: তিনটি সংখ্যার যোগফল ১৮০ হলে সংখ্যা তিনটির গড় কত।
উত্তর: ৬০।
প্রশ্ন: ৫টি গ্রামের মোট জনসংখ্যা ১২৬০ হলে ওই গ্রামগুলোর গড় জনসংখ্যা কত?
উত্তর: ২৫২।
প্রশ্ন: কামালের বয়স ৩২ বছর, হাসানের বয়স ৩৪ বছর। তাদের দুজনের গড় বয়স কত?
উত্তর: ৩৩ বছর।
প্রশ্ন: এশা ৩টি বিষয়ে মোট নম্বর পেয়েছে ২১০। তার নম্বরের গড় কত?
উত্তর: ৭০।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল