ছবিতে রোবট কর্মী

কফি তৈরি করতে পারে রোবটটিরয়টার্স

করোনা মহামারি শেষে কর্মীসংকট দেখা দেওয়ায় সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে দিন দিন চাহিদা বাড়ছে রোবটের। ফলে ধীরে ধীরে দেশটিতে মানুষের কাজের জায়গা দখল করে নিচ্ছে রোবট। কফি তৈরির পাশাপাশি নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজও করছে রোবট। এমনই কয়েকটি রোবটের কার্যক্রম দেখে নেওয়া যাক।

কফি পরিবেশনায় রোবট

ক্রেতার কাছ থেকে ফরমাশ পেলেই কারও সাহায্য ছাড়া কফি বানিয়ে দেয় রোবটটি। ‘ইলা’ নামের রোবটটি তৈরি করেছে ক্রাউন ডিজিটাল।

তদারকি রোবট

নির্মাণ প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে বোস্টন ডায়নামিকসের তৈরি চার পায়ের রোবটটি। দেশটির গ্যামন কন্সট্রাকশন প্রতিষ্ঠানে সফলভাবে কাজও করছে রোবটটি।

লাইব্রেরি কর্মী

পাঠাগারে বই নির্দিষ্ট স্থানে রাখা আছে কি না, তা তদারক করতে পারে রোবটটি। বইয়ের লেবেল স্ক্যান করতে সক্ষম রোবটটি কাজ করছে সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডে।

মশা মারা রোবট

চলার পথে ফাঁদ পেতে মশা মারতে পারে রোবটটি। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটটির দেখা মিলেছে এলএইচএন গ্রুপের কার্যালয়ে।
সূত্র: রয়টার্স