ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একজন সোনার মানুষ হব - গোল্ড আনোয়ার

প্রিয় পাঠক, গত সপ্তাহে রস+আলোয় ছাপা হয়েছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সাক্ষাৎকার। কী সৌভাগ্য আমাদের! সপ্তাহ না-ঘুরতেই আমরা পেয়ে গেলাম আরেক কৃতী সন্তান ফেনীর আনোয়ার হোসেন ওরফে গোল্ড আনোয়ারকে! আজ থাকছে তাঁর সাক্ষাৎকার*।
.
.

রস‍+আলো: কেমন আছেন?
আনোয়ার হোসেন: এই তো, আপনাদের দোয়া আর রূপালী ব্যংকের দয়ায় বেশ ভালোই আছি।
র. আ.: আপনাকে তো লোকজন ‘গোল্ড আনোয়ার’ নামে ডাকে। তো এই নামের রহস্য যদি একটু বলতেন।
আ. হো.: রহস্য বলতে যা বোঝায় ব্যাপারটা আসলে তেমন কিছু নয়। খুব ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সোনার মানুষ হব। বুঝ হওয়ার পর তাই সোনার দোকান খুলে বসেছি। পরে তো রূপালী ব্যাংকের ‘গোল্ডেনম্যান: তোমাকেই খুঁজছে রূপালী ব্যাংক’ রিয়েলিটি শোয়ের চোখে পড়ে যাই। সেই থেকেই এলাকার মানুষ আদর করে...
র. আ.: হা হা হা! বেশ ইন্টারেস্টিং তো! কিন্তু অনেকে তো অন্য রকম কথাও বলে!
আ. হো.: হু কেয়ারস! এতে আমার কিছু আসে-যায় না। আমি কারও খাইও না, পরিও না। আই ডোন্ট গিভ অ্যা শিট টু অ্যানিওয়ান।
র. আ.: এবার একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে আপনি দেড় শ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন, এতে আপনার অনুভূতি কী?
আ. হো.: আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে যেন আমি এইমাত্র ইউরেনাস জয় করে এসেছি!
এই সামান্য ব্যাপারে আবার অনুভূতি-ফনুভূতির কী আছে?
র. আ.: না মানে, জানতে চাইছিলাম যে আপনার কি বুকটুক একটুও কাঁপেনি?
আ. হো.: কী আশ্চর্য! বুক কাঁপাকাঁপির কী আছে? আমি চুরিও করি নাই, ডাকাতিও করি নাই। একটু ঋণ নিয়েছি খালি। আর আপনিই বলুন, বিপদে-আপদে ধারদেনা কি মানুষ করে না 
র. আ.: তা তো করেই। কিন্তু একটা জিনিস ঠিক বুঝলাম না, আপনি সোনার ব্যবসার জন্য ঋণ নিয়ে প্রায় সাড়ে বারো শ শতক জমি কিনে বসে আছেন। কেন?
আ. হো.: আচ্ছা, আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি কি কবি-সাহিত্যিকদের বিশ্বাস করেন না? 
র.আ.: কবি-সাহিত্যিকদের আবার অবিশ্বাস করার কী আছে?
আ. হো.: আমিও তো অবিশ্বাস করতে পারি না। যুগে যুগে কবি-সাহিত্যিকেরা এ দেশের মাটিকে সোনার চেয়েও খাঁটি বলেছেন...
র. আ.: সরি, তাঁরা আসলে রূপক অর্থে...।
আ. হো.: লেট মি ফিনিশ। আমাকে শেখাতে

আসবেন না। তাঁরা কী অর্থে বলেছেন, সেটা আমি বেশ ভালোভাবেই জানি। এই যে কবি-সাহিত্যিকেরা এ দেশের মাটিকে সোনার চেয়েও খাঁটি বলেছেন। আর আগেই তো বলেছি যে আমি কতটা গোল্ড লাভার।

সে জন্যই...

*কাল্পনিক