পারমাণবিক ভর ধারণার প্রবর্তক হচ্ছেন জন ডাল্টন: র সা য় ন

জন ডাল্টন
জন ডাল্টন

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-২
১২। গ্লুকোজের আণবিক ভর কত?
ক. 280 খ. 90 গ. 140 ঘ. 180
উত্তর: ঘ. 180
১৩। ‘Atoms’ শব্দটি প্রদান করেন কে?
ক. ডেমোক্রিটাস খ. অ্যারিস্টটল গ. জন ডাল্টন ঘ. নিলস বোর
উত্তর: ক. ডেমোক্রিটাস

১৪। কোলয়েড কী?

ক. এক প্রকার অসমসত্ত্ব মিশ্রণ
খ. এক প্রকার সমসত্ত্ব মিশ্রণ
গ. সম্পৃক্ত দ্রবণ
ঘ. বিশুদ্ধ দ্রবণ এবং অসমসত্ত্ব মিশ্রণের মধ্যবর্তী অবস্থা
উত্তর: ঘ. বিশুদ্ধ দ্রবণ এবং অসমসত্ত্ব মিশ্রণের মধ্যবর্তী অবস্থা
১৫। কোন মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ভ্রমণকে কী বলে?
ক. ব্রাউনীয় গতি খ. ডাল্টনের গতি
গ. অ্যাভোগেড্রোর গতি ঘ. ল্যাভয়সিয়ে গতি
উত্তর: ক. ব্রাউনীয় গতি
১৬। রবার্ট ব্রাউন কী ছিলেন?
ক. রসায়নবিদ খ. উদ্ভিদবিদ গ. পদার্থবিদ ঘ. প্রাণিবিদ
উত্তর: খ. উদ্ভিদবিদ
১৭। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
ক. লুইস প্রাইস খ. গে লুসাক গ. জন ডাল্টন ঘ. ডেমোক্রিটাস
উত্তর: গ. জন ডাল্টন
১৮। রাসায়নিক সংযোগ সূত্রগুলোর মধ্যে কোনটি সর্বপ্রথম প্রকাশিত হয়?
ক. বিপরীত অনুপাত সূত্র খ. ভরের নিত্যতা সূত্র
গ. স্থিরানুপাত সূত্র ঘ. গুণানুপাত সূত্র
উত্তর: খ. ভরের নিত্যতা সূত্র
১৯। ল্যানডোল্ট কোন রাসায়নিক সংযোগ সূত্রটি পরীক্ষামূলক-ভাবে প্রমাণ করেন?
ক. স্থিরানুপাত সূত্র খ. গুণানুপাত সূত্র
গ. বিপরীত অনুপাত সূত্র ঘ. ভরের নিত্যতা সূত্র
উত্তর: ঘ. ভরের নিত্যতা সূত্র
২০। কত সালে রসায়নবিদ প্রাউস স্থিরানুপাত সূত্রটি প্রকাশ করেন?
ক. ১৯৭২ সালে খ. ১৭৯৯ সালে
গ. ১৯০৮ সালে ঘ. ১৮১১ সালে
উত্তর: খ. ১৭৯৯ সালে
২১। ‘লুইস প্রাইস’ রাসায়নিক সংযোগ সূত্রের কোন সূত্রটি আবিষ্কার করেন?
ক. গুণানুপাত সূত্র খ. বিপরীত অনুপাত সূত্র
গ. স্থিরানুপাত সূত্র ঘ. ভরের নিত্যতা সূত্র
উত্তর: গ. স্থিরানুপাত সূত্র
২২। ১ মোল অণু পানি =?
ক. 18 খ. 18.0g গ. 2.9910-23g ঘ. 1.6610-69g
উত্তর: খ. 18.0g
২৩। ১ মোল অণু অক্সিজেন =?
ক. 16g খ. 32g গ. 32 ঘ. 1.6610-24
উত্তর: খ. 32g
২৪। গ্লিসারিনের এক মোল কত?
ক. 182g খ. 92g গ. 60231023 ঘ. 92
উত্তর: খ. 92g
২৫। হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত?
ক. 3.9510-12g খ. 1.6710-24g
গ. 2.9910-23g ঘ. 1.6610-24g
উত্তর: খ. 1.6710-24g
২৬। H2SO4 এর গ্রাম আণবিক ভর কত?
ক. 98.0 খ. 98.0g গ. 86.0 ঘ. 86.1
উত্তর:. খ. 98.0g
২৭। পানির একটি অণুর ভর কোনটি?
ক. 3.9910-25g খ. 1.9910-24g
গ. 2.9910-23g ঘ. 1.67310-26g
উত্তর: গ. 2.9910-23g
২৯। একটি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ তার—
ক. অণু খ. পরমাণু গ. প্রোটন ঘ. ইলেকট্রন
উত্তর: ক. অণু
৩০। গে লুসাকের সূত্রটি কোন ধরনের পদার্থের জন্য প্রযোজ্য?
ক. তরল খ. গ্যাস ও তরল গ. কঠিন ঘ. গ্যাসীয়
উত্তর: ঘ. গ্যাসীয়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা