শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-১২
১৭। জ্বালানি পোড়ানোর ফলে পরিবেশে — পরিমাণ বেড়ে যাচ্ছে।
উত্তর: কার্বন ডাইঅক্সাইডের।
১৮। সূর্যের তাপে পৃথিবী — হয়।
উত্তর: উত্তপ্ত।
১৯। কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকা মানব সভ্যতার জন্য —।
উত্তর: আশীর্বাদ।
২০। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কমানোর উপায় হলো বেশি করে —।
উত্তর: গাছ লাগানো।
অধ্যায়-১৩
১. —হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।
উত্তর: সূর্যরশ্মি
২. সব প্রাকৃতিক সম্পদ—নয়।
উত্তর: এক রকম
৩. —এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি।
উত্তর: সৌরশক্তি
৪. ক্যালকুলেটরে—ব্যবহার করা হয়।
উত্তর: সৌরশক্তি
৫. সৌরশক্তির ব্যবহারে—কোনো ক্ষতি হয় না।
উত্তর: পরিবেশের
৬. —একটি নির্মল জ্বালানির উত্স।
উত্তর: বায়ু
৭. বায়ুশক্তি কাজে লাগিয়ে—উত্পাদন করা যায়।
উত্তর: বিদ্যুত্
৮. শক্তি উত্পাদনে ও সেচকাজে—ব্যবহূত হয়।
উত্তর: বায়ুকল
৯. সৌরশক্তি একটি—।
উত্তর: বিকল্প জ্বালানি
১০. যে জাতীয় শক্তিতে পরিবেশ দূষণ হয় না তাকে বলে—।
উত্তর: সবুজ শক্তি
১১. ভবিষ্যত্ জ্বালানির উত্স হলো—।
উত্তর: বায়ু ও সৌরশক্তি
১২. মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে—চাহিদা।
উত্তর: জ্বালানির
১৩. পৃথিবীর সব তেল, গ্যাস, কয়লা শেষ হবে আগামী—বছরের মধ্যে।
উত্তর: ১০০
১৪. আমাদেরকে সম্পদের সংরক্ষণে—হতে হবে।
উত্তর: অভ্যস্ত
১৫. বহু মানুষ এখন পরিবেশ—সচেষ্ট।
উত্তর: সংরক্ষণে।
১৬। জানালার কাঁচ তৈরি হয় এক ধরনের — দিয়ে।
উত্তর: বালুকণা।
১৭। সৌর প্যানেলে — বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়।
উত্তর: সৌরশক্তিকে।
১৮। সৌরবিদ্যুতের ব্যবহারে — কোনো ক্ষতি হয় না।
উত্তর: পরিবেশের।
১৯। শক্তি উত্পাদনে ও সেচকাজে — ব্যবহার করা হয়।
উত্তর: বায়ুকল।
২০। বায়ুশক্তি ও সৌরশক্তি — জ্বালানির উত্স।
উত্তর: ভবিষ্যত্।
অধ্যায়-১৪
১. প্রাকৃতিক পরিবেশের ওপর অধিক—বিরূপ প্রভাব রয়েছে।
উত্তর: জনসংখ্যার
২. —জন্যই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব।
উত্তর: বুদ্ধি ও জ্ঞানের।
৩. বাংলাদেশ আয়তনে ছোট হলেও পৃথিবীর মধ্যে একটি—দেশ।
উত্তর: ঘনবসতির
৪. বাংলাদেশে জনপ্রতি জমির পরিমাণ খুব—। উত্তর: কম।
সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল