প্রাথমিক বিজ্ঞান

শূন্যস্থান পূরণ 
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয় থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-৫
৪০। একসময় আমাদের কাছে — শক্তি থাকবে না।
উত্তর: ব্যবহারযোগ্য।
৪১. প্রতিটি ঘটনায় শক্তির — ঘটছে।
উত্তর: রূপান্তর
৪২. আলো পরিচলন বা পরিবহন পদ্ধতিতে — হয় না।
উত্তর: সঞ্চালিত
৪৩. তাপ — পদ্ধতিতে সঞ্চালিত হয়।
উত্তর: তিন
৪৪. বস্তুকে গরম বা ঠাণ্ডা রাখার জন্য — ব্যবহার করা হয়।
উত্তর: থার্মোফ্লাক্স
৪৫. হীরা অনেক বেশি —।
উত্তর: শক্ত।
অধ্যায়-৬
১. সুস্থ সবল দেহের জন্য সবার — গ্রহণ করা প্রয়োজন।
উত্তর: সুষম খাদ্য।
২. বয়স ও কাজ করার ধরন অনুযায়ী দেহের — ভিন্ন হয়।
উত্তর: চাহিদা।
৩. ছোট ও বড় সকলেরই সুষম খাদ্য—।
উত্তর: প্রয়োজন।
৪. অতিরিক্ত খাদ্যগ্রহণে দেহ — হয়ে পড়ে।
উত্তর: ভারী।
৫. দেহের চাহিদা মিটানোর জন্য খাদ্যের — উপাদানই পরিমাণমতো দরকার।
উত্তর: ৬টি।
৬. দেহের বিভিন্ন কাজের জন্য — পরিমাণ বেশি লাগে।
উত্তর: পানির।
৭. খাদ্যের প্রধান উপাদান — টি।
উত্তর: ৩।
৮. সব খাদ্যসামগ্রী বছরের — পাওয়া যায় না। উত্তর: সব সময়।
৯. মাছ, মাংসতে পানি বেশি থাকায় — শুকিয়ে সংরক্ষণ করা যায় না।
উত্তর: রোদে।
১০. মাছ, মাংস, ফল — সংরক্ষণ করা যায়। উত্তর: ফ্রিজে।
১১. — পদ্ধতি নানা রকমের হয়।
উত্তর: বৈজ্ঞানিক।
১২. বরফ জমানো ঠান্ডায় খাদ্যে — জন্মায় না।
উত্তর: জীবাণু।
১৩. গলদা চিংড়ি হিমায়িত করে সংরক্ষণ ও বিদেশে — করা হয়।
উত্তর: রপ্তানি।
মো. মুস্তাফিজুর রহমান
সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল