বাংলায় গুণগত কনটেন্ট নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে বাংলায় গুণগত আধেয় (কনটেন্ট) নিশ্চিত করতে হবে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ১৬টি ‘টুলস’ উন্নয়ন করা হচ্ছে।
শনিবার মোবাইল ফোন অপারেটর রবি আয়োজিত ‘প্রযুক্তিতে বাংলার ব্যবহার’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন মোস্তাফা জব্বার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘শুধু ভাষা নয় আমাদের বর্ণমালাকেও ভালোবাসতে হবে। বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরই কাজ করতে হবে।’ প্রযুক্তির ক্ষেত্রে বাংলার ব্যবহার নিয়ে উদ্যোগ নেওয়ায় রবিকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। তিনি বলেন, জনসংখ্যার বিচারে বাংলা সপ্তম অবস্থানে থাকলেও ইন্টারনেট ব্যবহারে শীর্ষ ৪০টি ভাষার মধ্যে বাংলা ঠাঁই পায়নি। তাই বাংলার মাধ্যমে প্রযুক্তিকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
রবি আজিয়াটা লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমদ বলেন, প্রযুক্তিতে বাংলার ব্যবহারকে সর্বজনীন করতে তিন বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথমত, বিনোদন নির্ভরতা থেকে সরে এসে প্রায়োগিক দিকটিতে মনোযোগ দেওয়া। দ্বিতীয়ত, সবার হাতে সাশ্রয়ী ডিভাইস পৌঁছে দেওয়া। তৃতীয়ত, বাংলা ভাষায় সার্চ দিয়ে কনটেন্টের সহজলভ্যতা নিশ্চিত করা।
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, হাতে কলমে বাংলায় কারিগরি শিক্ষা দেওয়ার জন্য শিগগিরই আমরা আরও একটি প্রকল্প হাতে নেব। প্রযুক্তিতে বাংলার ব্যবহারকে সহজলভ্য করতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
টেলিকম রিপোর্টারস নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সভাপতি রাশেদ মেহেদী বলেন, ইন্টারনেটে বাংলার পরিভাষাভিত্তিক শব্দভান্ডার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রযুক্তি-নির্ভর সাহিত্য প্রযুক্তিতে ভাষার ব্যবহার সমৃদ্ধ করতে পারে।