বুস্টার ডোজ না থাকলে কর্মীদের ঢুকতে দেবে না মেটা
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নিজ কর্মীদের জন্য টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করেছে মেটা। কোনো কর্মী বুস্টার ডোজের সনদ দেখাতে না পারলে তাঁকে কার্যালয়ে প্রবেশ করতে দেবে না ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি।
বুস্টার ডোজ বাধ্যতামূলক করার পাশাপাশি এ মাস থেকে নিজেদের কার্যালয় পুরোদমে চালুর পরিকল্পনা থেকেও পিছু হটেছে মেটা।
বেশ কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের কার্যালয়ের যে কর্মীরা ঘর থেকে কাজ করছেন, তাঁদের ৩১ জানুয়ারি থেকে সরাসরি অফিস করতে হবে। তবে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কর্মীরা চাইলে ২৮ মার্চ পর্যন্ত ঘরে কাজ করতে পারবেন। আর কোনো কর্মী সরাসরি অফিসে কাজ করতে আগ্রহী হলে অবশ্যই করোনা টিকার বুস্টার ডোজ নিতে হবে।