বেনকিউয়ের এলইডি মনিটর বাজারে

সম্প্রতি বাজারে এসেছে বেনকিউয়ের তৈরি জি৬১৫এইচডি মডেলের ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের এলইডি মনিটর। মনিটরটির দাম ছয় হাজার ৫০০ টাকা। বেনকিউয়ের এ মনিটর বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।
উন্নত রেজুলেশনের এই এলইডি মনিটরটিতে বিল্ট ইন পাওয়ার সাপ্লাই সুবিধা রয়েছে। এ ছাড়াও এর রেসপনস টাইম ৮ মিলি সেকেন্ড।
বিদ্যুত্সাশ্রয়ী মনিটরটি দামের দিক থেকেও সাশ্রয়ী হওয়ায় এটি ক্রেতাদের পছন্দসই হবে বলে মনে করছে বিপণনকারী প্রতিষ্ঠানটি। এ মনিটরটি দেশের সব কম্পিউটার মার্কেটেই পাওয়া যাবে। সাশ্রয়ী মনিটরের ক্ষেত্রে বেনকিউ ছাড়াও বাজারে রয়েছে এক্সট্রিম ব্র্যান্ডের মনিটর। সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে এ মনিটর কিনতে পাওয়া যায়।