ভিনেগার হিসেবে ব্যবহূত হয় অ্যাসিটিক এসিড: র সা য় ন

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১৫ (শেষ)

প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-১৫

৭। কোন বিক্রিয়াটি এসিটিক এসিডের মিথাইল গ্রুপকে আক্রমণ করে?

ক.  PCI3 খ. PCI5 গ. Cl2 ঘ. Na

উত্তর: গ. Cl2

৮। তেল বা চর্বি কী?

ক. এক ধরনের অ্যালডিহাইড খ. এক ধরনের অ্যালকোহল

গ. এক ধরনের ডিটারজেন্ট ঘ. এক ধরনের এস্টার

উত্তর: ঘ. এস্টার

৯। ভিনেগারের রাসায়নিক সংকেত কোনটি?

ক. CH2ClOOH খ. C17H35COOH

গ. C17H33COOH ঘ. CH3COOH

উত্তর: ঘ. CH3COOH

১০। সাবান তৈরির সময় উপজাত হিসেবে কী পাওয়া যায়?

ক. ইথানল খ. মিথানল গ. ভিনেগার ঘ. গ্লিসারিন

উত্তর: ঘ. গ্লিসারিন

১১। গ্লিসারিন হচ্ছে এক ধরনের—

ক. হাইড্রোজেন খ. এস্টার গ. অ্যালডিহাইড ঘ. অ্যালকোহল

উত্তর: ঘ. অ্যালকোহল

১২। CH3-CH =CH-CH3 যৌগটির নাম কী?

ক. 1- বিউটিন খ. 2- বিউটিন গ. 3- বিউটিন ঘ. 4- বিউটেন

উত্তর: খ. 2- বিউটিন

১৩। প্যারাফিন শব্দের অর্থ কী?

ক. আকর্ষণ নেই খ. আকর্ষণ আছে গ. ভিনেগার ঘ. সাবান

উত্তর: ক. আকর্ষণ নেই

১৪। কোন বিজ্ঞানী অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন?

ক. বার্জেলিয়াস খ. প্রাউস

গ. ফ্রিডরিখ ভোলার ঘ. অ্যাভোগেড্রো

উত্তর: গ. ফ্রিডরিখ ভোলার

১৫। কোন মৌলটি ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে?

ক. সোডিয়াম খ. কার্বন গ. হাইড্রোজেন ঘ. ক্লোরিন

উত্তর: খ. কার্বন

১৬। ফ্যাটি এসিডের সাধারণ সংকেত কোনটি?

ক. RCOOH খ. R—OH গ. RCHO ঘ. RCHOOR

উত্তর: ক. RCOOH

১৭। বিশুদ্ধ ইথানয়িক এসিডকে বলে—

ক. ভিনেগার খ. এস্টার গ. ক্লোরোফর্ম

ঘ. গ্লেসিয়াল অ্যাসিটিক এসিড

উত্তর: ঘ. গ্লেসিয়াল অ্যাসিটিক এসিড

১৮। ভিনেগার হিসেবে ব্যবহূত হয় কোনটি?

ক. ফরমিক এসিড খ. অ্যাসিটিক এসিড

গ. সাইট্রিক এসিড ঘ. রাসায়নিক এসিড

উত্তর: খ. অ্যাসিটিক এসিড

১৯। ইথানয়িক এসিড কত ডিগ্রি উষ্ণতায় গ্ল্যাসিয়াল অ্যাসিটিক এসিডে পরিণত হয়?

ক. 17হ্নC খ. 15হ্নC গ. 25হ্নC ঘ. 28হ্নC.  উত্তর: ক. 17হ্নC

২০। কৃত্রিম সিল্ক কোনটি?

ক. ইথাইল অ্যাসিটেট খ. ভিনাইল অ্যাসিটেট

গ. অ্যামাইল অ্যাসিটেট ঘ. সেলুলোজ অ্যাসিটেট

উত্তর: ঘ. সেলুলোজ অ্যাসিটেট

২১। সাবানের সংকেত কোনটি?

ক. C15H31COOH খ. C17H35COOH

গ. C17H33COOH ঘ. 3C17H35COONa

উত্তর: গ. C17H33COOH

২২। হাইড্রোকার্বনে কী কী থাকে?

ক. কার্বন ও নাইট্রোজেন খ. কার্বন ও হাইড্রোজেন

গ. কার্বন ও সিলিকন ঘ. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন

উত্তর: খ. কার্বন ও হাইড্রোজেন

২৩। ঘি বা ডালডার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান?

ক. একক বন্ধন খ. দ্বি-বন্ধন গ. ত্রি-বন্ধন ঘ. আয়নিক বন্ধন

উত্তর: ক. একক বন্ধন

২৪। ভিটামিন সি কোন এসিডে পাওয়া যায়?

ক. ফরমিক এসিড খ. অ্যাসিটিক এসিড

গ. অ্যাসকরবিক এসিড ঘ. ওলিক অ্যাসিড

উত্তর: গ. অ্যাসকরবিক এসিড।

>�(iy�@ Sundar"; color:black;mso-bidi-language:HI'>।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল