যখন নেট নেই!

আপনি যখন এ লেখাটি পড়ছেন তখন নিশ্চয়ই আপনি ইন্টারনেটে সচল আছেন। কিন্তু মাঝেমধ্যে কাজ করতে করতে হঠাত্ ইন্টারনেট অচল হয়ে পড়লে কিংবা ল্যাপটপ খোলার পরপরই ওয়াই-ফাই অচলের বিষয়টি টের পেলে নিশ্চয় একরাশ বিরক্তি এসে ভর করে? এমন পরিস্থিতিতে পড়লে কী করবেন? অন্তত রেগে যাবেন না, জরুরি কোনো কাজ না থাকলে ইন্টারনেট না থাকার সময়টুকুকে সুযোগ হিসেবেই একটু ভাবুন না! আপনি এই ইন্টারনেটবিহীন সময়টুকু কীভাবে মজাদার করে তুলতে পারেন, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
ঘাঁটাঘাঁটিতে মজাই-মজা
আপনার পিসিতে হয়তো এমন কোনো অ্যাপ্লিকেশন আছে, যা ইন্টারনেটে ব্যস্ত থাকার কারণে ব্যবহারের সুযোগই হয়ে ওঠে না। ইন্টারনেটবিহীন সময়টুকু কাজে লাগান আপনার ফটোশপ নিয়ে বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে সৃজনশীল কিছু করে। এ সময়টুকুতে ইন্টারনেট প্রয়োজন পড়ে না, এমন গেম খেলে আপনার পুরোনো সর্বোচ্চ স্কোর টপকে যাওয়ার চেষ্টা করতে পারেন।
যে গানে হারায় মন
খেয়াল করে দেখবেন, ইন্টারনেটে থাকার কারণে আপনার পিসিতে সংরক্ষিত অনেক গানই হয়তো শুনতে পারেননি। নতুন বা পুরোনো গানগুলো এই সুযোগে শুনে নিতে পারেন কিংবা পছন্দের গানগুলোর একটি তালিকা তৈরি করে ফেলতে পারেন। আপনার নস্টালজিয়া বা অতীতের প্রিয় গানগুলোর তালিকা করে সিডি বা ফ্ল্যাশ ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারেন। আবার চাইলে পছন্দের ছবিটিও দেখে নিতে পারেন ইন্টারনেট না থাকার সময়টুকুতে।
প্রিয় ভিডিওচিত্রে স্মৃতি রোমন্থন
ইন্টারনেট অচল হয়ে পড়েছে। আপনার প্রিয় টিভি শো বা আগে না দেখার খেলার বিশেষ মুহূর্তগুলো টিভিতে চালিয়ে দিন। হয়তো আপনার সংরক্ষণে রাখা ডিভিডির কথা ইন্টারনেট ব্যস্ততার কারণে ভুলেই গেছেন। এ সুযোগে আপনার টিভির এইচডিএমআই কেবল ব্যবহার করে কিংবা পিসির সঙ্গে টিভির সংযোগ করে বড় পর্দায় দেখতে শুরু করতে পারেন আপনার প্রিয় টিভি শো বা ভুলতে বসা কোনো ভিডিওচিত্র।
টিপটপ গোছগাছ
হয়তো কম্পিউটার রাখার স্থানটি আপনি গোছগাছ করে রাখেন। কিন্তু ইন্টারনেট ব্যবহারের কারণে ডেস্কটপে স্তূপ হয়ে গেছে ফাইল। আপনার কম্পিউটারটি এমন কোনো দিনক্ষণের প্রতীক্ষায় থাকে। আপনার অগোছালো ঘর যেভাবে গুছিয়ে রাখেন আপনার পিসিটির দিকেও ইন্টারনেট না থাকার সময়টুকুতে নজর দিন। অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন, প্রয়োজনীয় হয়ে রিনেম করুন এবং গুছিয়ে রাখুন।
হিরণ্ময় অতীত
খেয়াল করলে দেখবেন, ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে হয়তো অনেক কষ্টে শেখা টাইপ ভুলতে বসেছেন। ইন্টারনেট যখন নেই, তখন ওয়ার্ড ফাইল খুলতে পারেন। আগামী সপ্তাহে কী কী করবেন, তার তালিকা তৈরি করে রাখতে পারেন কিংবা জীবনের লক্ষ্য পরিকল্পনাকে লেখার অভ্যাসও করতে পারেন। ওয়াই-ফাইবিহীন দুনিয়ায় এ ধরনের লেখা আপনি কী করতে চান বা কী করার বাকি রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাকে পরবর্তী সময় মনে করিয়ে দেবে।