বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. সংস্কৃতি বলতে কী বোঝায়?
i মানুষের আচরণের সমষ্টি ii. বুদ্ধির সমষ্টি
iii. মার্জিত রুচি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii উত্তর: ঘ. i ও iii
২. ভৌগোলিক কারণে অপরাধ সংঘটিত হয়—কে বলেছেন?
ক. কোনিগ খ. সরোকিন গ. লমব্রসো ঘ. ম্যাকাইভার
উত্তর: গ. লমব্রসো
৩. নয়াবাস পরিবারের সঙ্গে মিল রয়েছে—
ক. অনু পরিবারের খ. যৌথ পরিবারের
গ. পিতৃবাস পরিবারের ঘ. বর্ধিত পরিবারের
উত্তর: ক. অনু পরিবারের
৪. ‘সামাজিকীকরণ ছাড়া সমাজে জীবনযাপন একেবারেই সম্ভব নয়’—কার কথা?
ক. অগবার্ন ও নিমকফ খ. ম্যাকাইভার ও পেজ
গ. জিসবার্ট ঘ. কিংসলে ডেভিস
উত্তর: ক. অগবার্ন ও নিমকফ
৫. ‘উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের সমন্বয়ে গড়ে ওঠে সমাজকাঠামো’—কথাটি কার?
ক. মার্ক্স খ. রেডক্লিফ ব্রাউন
গ. নেভেল ঘ. মরিস সিন্ডাবার্গ। উত্তর: ক. মার্ক্স
৬. মহাপ্রাণবাদ তত্ত্বটি কার?
ক. মেরেট খ. টেইলর গ. নর্থ ঘ. ফ্রেজার
উত্তর: ক. মেরেট
৭. প্রথম ও দ্বিতীয় এস্টেটের লোকেরা ভোগ করত—
i. সামাজিক অধিকার ii. অর্থনৈতিক অধিকার
iii. রাজনৈতিক অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৮. সমাজকাঠামোর ক্রিয়াশীল পূর্বশর্তগুলো কী?
i. ভাবের আদান-প্রদান ii. কর্তৃত্ব ও ক্ষমতার বণ্টন
iii. প্রথা ও রীতিনীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i, ii ও iii
৯. শহরে সামাজিক স্তরবিন্যাসে গুরুত্বপূর্ণ—
i. পেশা, শিক্ষা, ক্ষমতা ii. সম্পদ, পেশা, শিক্ষা
ii. সম্পদ, ব্যবসা, ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১০. কর্মজীবী মা রহিমা রাইস-কুকারে ভাত রান্না করে—এটি কিসের উদাহরণ?
ক. শিল্পায়ন খ. শিক্ষা গ. নগরায়ণ ঘ. প্রযুক্তিবিদ্যা
উত্তর: ঘ. প্রযুক্তিবিদ্যা
১১. সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও কার্যাবলির পরিবর্তন—কার উক্তি?
ক. অগবার্ন ও নিমকফ খ. ম্যাকাইভার ও পেজ
গ. জিসবার্ট ঘ. কিংসলে ডেবিস
উত্তর: ঘ. কিংসলে ডেবিস
১২. শিক্ষার ফলে—
i. দারিদ্র্য দূর হয় রর. মৃত্যু হার হ্রাস পায়
iii. জীবন যাত্রার মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা