সা মা জি ক বি জ্ঞা ন

আয়েশা মনোয়ারা, সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

বহুনির্বাচনি প্রশ্ন 

প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ইতিহাস-২

১৬. হাজী মো. মুহসীনের মৃত্যু হয়

ক. ১৮১০ সালে খ. ১৮১২ সালে

গ. ১৮১৪ সালে ঘ. ১৮১৮ সালে

উত্তর: খ. ১৮১২ সালে

১৭. হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরে ভূমিকা ছিল?

ক. বিদ্যাসাগর খ. রামমোহন রায়

গ. আবদুল লতিফ ঘ. উইলিয়াম হান্টার

উত্তর: গ. আবদুল লতিফ

১৮. কার প্রচেষ্টায় মুসলমানদের প্রতি ইংরেজ-বিদ্বেষ অনেক দূরীভূত হয়?

ক. সৈয়দ আমীর আলী খ. রামমোহন রায়

গ. আবদুল লতিফ ঘ. উইলিয়াম হান্টার

উত্তর: গ. আবদুল লতিফ

১৯. আমীর আলী কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন—

ক. ১৭৯০-১৮০৪ সালে

খ. ১৮৯০-১৯০৪ সালে

গ. ১৯০৪-১৯০৯ সালে

ঘ. ১৮৭৪-১৮৯০ সালে

উত্তর: খ. ১৮৯০-১৯০৪ সালে

২০. মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?

ক. মো. লিটারারি সোসাইটি

খ. মুসলিম লীগ

গ. সে. ন্যাশনাল মো. অ্যাসোসিয়েশন

ঘ. মো. এডুকেশনাল কনফারেন্স

উত্তর: গ. সে. ন্যাশনাল মো. অ্যাসোসিয়েশন

২১. মার্ল মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য কোনটি?

i. প্রতিনিধিত্বশীল ব্যবস্থা

ii. মুসলমানদের পৃথক নির্বাচন

iii. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও ii

২২. ১৯৩৫ সালের আইনের বৈশিষ্ট্য—

i. প্রদেশের ক্ষমতা বৃদ্ধি ii. প্রদেশের স্বায়ত্তশাসন iii. কেন্দ্রে দ্বৈতশাসন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

২৩. ‘১৮৫৭ সালের বিদ্রোহ ভারতের প্রথম জাতীয় সংগ্রাম’—কার উক্তি?

ক. সাভাকর খ. কে ও মেলসন

গ. জে বি নটন ঘ. সুরেন্দ্রনাথ সেন

উত্তর: ক. সাভাকর

২৪. মাধ্যমিক শিক্ষাবোর্ড বিল প্রণীত হয়—

ক. ১৮৮৫ সালে খ. ১৯০৬ সালে

গ. ১৯০৮ সালে ঘ. ১৯৪০ সালে

উত্তর: ঘ. ১৯৪০ সালে

২৫. কার নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

ক. নবাব সলিমুল্লাহ খ. নবাব ফয়জুল হক

গ. মহাত্মা গান্ধী ঘ. স্যার সৈয়দ আহমদ

উত্তর: ক. নবাব সলিমুল্লাহ

২৬. স্বত্ব বিলোপ নীতি কে প্রবর্তন করেন?

ক. লর্ড বেন্টিঙ্ক খ. লর্ড ডালহৌসি

গ. লর্ড কার্জন ঘ. লর্ড কর্নওয়ালিস

উত্তর: খ. লর্ড ডালহৌসি

২৭. কোন আন্দোলন মুসলমানদের স্বার্থ সম্পর্কে সচেতন করে?

ক. আলিগড় খ. ভারত ছাড়

গ. খেলাফত ঘ. বঙ্গভঙ্গ

উত্তর: ক. আলিগড়

২৮. কে প্রথম পাকিস্তান নামের উদ্ভাবন করেন?

ক. লিয়াকত আলী খ. রহমত আলী

গ. ফজলুল হক ঘ. মো. আলী জিন্নাহ

উত্তর: খ. রহমত আলী

২৯. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের আসন ছিল—

ক. ৩৫টি খ. ৪০টি গ. ৪১টি ঘ. ৫৫টি

উত্তর: খ. ৪০টি

৩০. প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয়—

ক. ১৯৪৬ সালের ৬ জুন খ. ১৯৪৬ সালের ২৪ আগস্ট গ. ১৯৪৬ সালের ২৪ সেপ্টেম্বর

ঘ. ১৯৪৬ সালের ২৪ অক্টোবর

উত্তর: ঘ. ১৯৪৬ সালের ২৪ অক্টোবর

৩১. কখন প্রথম বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা ওড়ানো হয়?

ক. ২৩ মার্চ ১৯৭১ খ. ২৪ মার্চ ১৯৭১

গ. ২৫ মার্চ ১৯৭১ ঘ. ২৬ মার্চ ১৯৭১

উত্তর: ক. ২৩ মার্চ ১৯৭১

৩২. কখন হানাদার বাহিনী তাদের সব বিমান হারায়?

ক. ৩ ডিসেম্বর ১৯৭১

খ. ৪ ডিসেম্বর ১৯৭১

গ. ৫ ডিসেম্বর ১৯৭১

ঘ. ৬ ডিসেম্বর ১৯৭১

উত্তর: ঘ. ৬ ডিসেম্বর ১৯৭১।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল