সারা দেশ থেকে আসা নারী উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় চলছে ‘উই সামিট’

উই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাসংগৃহীত

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ই-কমার্স খাতের সঙ্গে যুক্ত নারী উদ্যোক্তাদের নিয়ে ‘উইমেন ই-কমার্স এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট (উই সামিট) ২০২৩’। আজ শুক্রবার সকালে দুই দিনের এ সম্মেলন উদ্বোধন করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘দেশে মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। সরকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। নারীরা যখন উদ্যোক্তা হন, তখন একটি পুরো পরিবার সচ্ছল হয়ে যায়। উই সেই কাজটিই করছে নীরবে। বিপুলসংখ্যক নারীদের মধ্যে উই পাঁচ থেকে ছয় লাখ নারীকে একত্র করেছে। যদি এ সংখ্যা ছয় থেকে আট গুণ বৃদ্ধি করা যায়, তাহলে বিশ্ব দরবারে পৌঁছাতে সময় লাগবে না।’

অনুষ্ঠানে ভিডিও বার্তায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘করোনাকালে আমাদের লাইফলাইন ছিল ই-কমার্স। সে সময় নারীরা ই-কমার্স খাতে তাদের দক্ষতা দেখিয়েছেন। উই মানে আমরা। আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করি। সেটা বাস্তবে রূপ দিয়েছেন উই প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার। তিনি দেশের নারী উদ্যোক্তাদের একত্র করেছেন। তাদের বিভিন্ন পণ্য দেশ–বিদেশে পরিচিতও করেছেন।’

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের পরিচালন কর্মকর্তা গায়লে মার্টিন বলেন, ‘উই বাংলাদেশের নারীদের নিয়ে কাজ করা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। প্রান্তিক পর্যায়ের নারীদের বিশ্বব্যাপী তাদের পণ্য পৌঁছে দিতে কাজ করছে উই। বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে এসএমই উদ্যোক্তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম সহজলভ্য করতে কাজ করছে বিশ্বব্যাংক। এ কাজে বিশ্বব্যাংকের সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ অগ্রণী ভূমিকা পালন করেছে।’

আরও পড়ুন

উইয়ের প্রতিষ্ঠাতা ও উই সামিটের আহ্বায়ক নাসিমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উই ট্রাস্টের উপদেষ্টা জাহানুর কবির, দারাজের প্রধান পরিচালন কর্মকর্তা তাসফিন আলম, এমজিআই গ্রুপের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তাফা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ, সিসিএ কন্ট্রোলার এ টি এম জিয়াউল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

সম্মেলনের প্রথম দিন নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার উন্নয়নে ছয়টি প্যানেল আলোচনাসহ বিভিন্ন বিষয়ে কর্মশালার পাশাপাশি নেটওয়ার্কিং সেশন আয়োজন করা হয়েছে। কাল সম্মেলনের দ্বিতীয় দিনে দুটি কর্মশালা ও একটি সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের বিভিন্ন খাতে অবদান রাখা ১০ নারী ও ১০ নারী উদ্যোক্তাকে ‘জয়ী’ সম্মাননা দেওয়া হবে।