মেটার সহযোগিতায় দেশে প্রতিযোগিতা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ও গ্লোবালগিভিংয়ের সহযোগিতায় যৌথভাবে দেশে অনলাইনে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান (রিয়েলিটি শো) আয়োজন করেছে ‘পেনসিল’। ‘প্রতিভার খোঁজে পেনসিল’ শীর্ষক এ আয়োজনে পেনসিলের ফেসবুক গ্রুপের সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের সৃজনশীলতা তুলে ধরতে পারবেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেনসিল।

সৃজনশীলতা ও সাহিত্যচর্চা নিয়ে কাজ করা পেনসিল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতা গান, আবৃত্তি, ফটোগ্রাফি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে বিচারকদের মাধ্যমে বিজয়ী নির্বাচন করে পুরস্কার দেওয়া হবে। ‘প্রতিভারা ডানা মেলুক পেনসিলের সাথে’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতার সব কটি বিভাগের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এতে অংশগ্রহণের বিস্তারিত তথ্য পেনসিল ফাউন্ডেশনের ফেসবুক পেজ ও পেনসিল ফেসবুক গ্রুপে জানা যাবে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামের জন্য বাংলাদেশের ছয়টি ফেসবুক গ্রুপকে নির্বাচন করে মেটা। এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলারেটর (এপিএসপি) প্রোগ্রামের জন্য নির্বাচিত ফেসবুক গ্রুপগুলোর মধ্যে পেনসিলও ছিল।

আরও পড়ুন