টিকটকে গেমও খেলা যাবে

টিকটক অ্যাপছবি: রয়টার্স

ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। এবার গেমারদের দলে টানতে নিজেদের অ্যাপে গেম খেলার সুযোগ চালু করছে টিকটক কর্তৃপক্ষ। গেম খেলার ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ধারণ করে টিকটকে পোস্টও করা যাবে। ফলে টিকটকে ভিডিও এবং ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এরই মধ্যে টিকটক অ্যাপে যুক্ত করা হয়েছে নয়টি গেম। এ বিষয়ে টিকটকের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব সময় আমাদের প্ল্যাটফর্ম সমৃদ্ধ করার উপায় খুঁজছি এবং নিয়মিতভাবে নতুন বৈশিষ্ট্য চালুর জন্য পরীক্ষা করে থাকি। বর্তমানে আমরা তৃতীয় পক্ষের গেম নির্মাতা এবং স্টুডিওগুলোর সহায়তায় গেম পরীক্ষার কাজ করছি।’

আরও পড়ুন

টিকটক অ্যাপের ‘মিনি গেম’ মেনুতে ক্লিক করে আকারে ছোট এইচটিএমএলভিত্তিক গেমগুলো খেলা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নির্দিষ্ট সংখ্যক টিকটক ব্যবহারকারী গেমগুলো খেলার সুযোগ পাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য গেমগুলো উন্মুক্ত করা হবে।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

আরও পড়ুন