ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে বেশ কিছুদিন ধরেই হ্যাশট্যাগ বুকটক বেশ জনপ্রিয় হয়েছে। এই হ্যাশট্যাগে ৬৪ দশমিক ৩ বিলিয়ন ভিউ পেয়েছে টিকটক ভিডিওগুলো। এ জনপ্রিয়তা দেখেই সাহিত্যানুরাগীদের জন্য টিকটকে ‘বুক ক্লাব’ চালু করছে টিকটক। বুক ক্লাবের জন্য টিকটক অ্যাপে একটি নির্দিষ্ট জায়গা থাকবে। সেখানে প্রতি মাসে নতুন বই যুক্ত করা হবে।

আরও পড়ুন

টিকটক লাইভে আয়ের সুযোগ

টিকটক জানিয়েছে, হ্যাশট্যাগ বুকটকের মতো টিকটক বুক ক্লাব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে। প্রতি মাসে সদস্যদের জন্য একটি বই যুক্ত করা হবে। বইটি পড়ে নিজেদের অভিজ্ঞতা ও চিন্তার কথা জানাতে পারবেন কমিউনিটির সদস্যরা।

আরও পড়ুন

মুছে যাবে টিকটক ভিডিও

এ বিষয়ে টিকটকের পার্টনারশিপ অ্যান্ড কমিউনিটি বিভাগের প্রধান জেমস স্ট্যাফোর্ড বলেন, হ্যাশট্যাগ বুকটক ইতিমধ্যে সাহিত্যের ক্ষেত্রে আগ্রহ তৈরিতে সাহায্য করেছে। স্বল্প পরিচিত লেখক ও তাঁদের লেখাগুলো তুলে ধরতেই এ উদ্যোগ।

আরও পড়ুন

টিকটক ভিডিও দেখতে হবে টাকা দিয়ে

ভার্চ্যুয়াল এ কমিউনিটিতে ‘বুকটক লরেটস’ নামে বইপ্রেমী একদল টিকটকার থাকবেন, যাঁরা বই পড়ার পর বিভিন্ন কনটেন্ট তৈরি করে তা বিনিময় করবেন। মাসের শেষে তাঁরা বই নিয়ে সরাসরি অনুষ্ঠানে আলোচনাও করবেন।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন

বছরজুড়ে ডাউনলোডে শীর্ষে টিকটক