সাফারি ব্রাউজারের ত্রুটি দূর করল অ্যাপল

সাফারি ব্রাউজার
সংগৃহীত

বেশ কিছুদিন ধরে ব্রাউজারের সার্চ অপশনে নির্দিষ্ট অক্ষর লিখলেই বন্ধ হয়ে যাচ্ছিল সাফারি ব্রাউজার। এ বিষয়ে অ্যাপলের কাছে অভিযোগও করেন অনেক আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী। অভিযোগ পাওয়ার পর তড়িঘড়ি করে সাফারি ব্রাউজারে থাকা ত্রুটি দূর করেছে অ্যাপল।

আরও পড়ুন

জানা গেছে, সার্চ অপশনে ডব্লিউইএল, এসটিএ, পিএলএ, ওএলডিসহ বিভিন্ন শব্দ লিখলেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাচ্ছিল সাফারি ব্রাউজার। ফলে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন না আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, সার্ভারের কারিগরি ত্রুটির কারণে সাফারি ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাচ্ছিল। আর তাই সাফারি ব্রাউজারের নতুন সংস্করণ উন্মুক্ত না করে দ্রুত সমস্যার সমাধান করতে পেরেছে অ্যাপল।
সূত্র: ইন্ডিয়া টাইমস