২১ আগস্ট ১৯৭৩
আজ সের্গেই ব্রিনের সুবর্ণ জন্মজয়ন্তী
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের বয়স আজ ৫০ বছর পূর্ণ হলো। সের্গেই মিখাইলোভিচ ব্রিন রাশিয়ায় জন্মগ্রহণ করেন। বর্তমানে মার্কিন নাগরিক ব্রিন যুক্তরাষ্ট্রের শতকোটিপতি ব্যবসায়ী। ল্যারি পেইজের সঙ্গে গুগল প্রতিষ্ঠা করে তিনি বেশি খ্যাতি পেয়েছেন। ব্রিন ২০১৯ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেডের প্রেসিডেন্ট ছিলেন।
চলতি বছরের জুনের করা ব্লুমবার্গের বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী সের্গেই ব্রিন বিশ্বের নবম শীর্ষ ধনী। তাঁর সম্পদের পরিমাণ ১০ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।
সের্গেই ব্রিন ছয় বছর বয়সে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে আসেন। বাবা ও দাদার পদাঙ্ক অনুসরণ করে তিনি ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড থেকে গণিত বিষয়ে পড়াশোনা করেন। পরে তিনি কম্পিউটার বিজ্ঞানেও পড়াশোনা করেন। স্নাতকের পর ব্রিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২১ আগস্ট ১৮৮৮
গণনাযন্ত্রের পেটেন্ট পেলেন বুরো
নিজের তৈরি গণনাযন্ত্রের (ক্যালকুলেটিং মেশিন) পেটেন্ট পান উইলিয়াম এস বুরো। এক বছরের মধ্যেই তিনি ৫০টি গণনা যন্ত্র তৈরি করনে। প্রথমে যন্ত্রগুলো ব্যবহার করা কঠিন ছিল। পরে যন্ত্রগুলোর উন্নয়ন করেন বুরো। ফলে বিশ্বে ক্যালকুলেটর–শিল্প গড়ে উঠতে এই যন্ত্র বড় ভূমিকা রাখে।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, উইকিপিডিয়া