আইওএসে স্কিফ মেইল যুক্ত করল অ্যাপল

স্কিফ মেইলঅ্যাপস্টোর

আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ডিফল্ট ই–মেইল অ্যাপ হিসেবে ‘স্কিফ মেইল’ যুক্ত করেছে অ্যাপল। ফলে আইফোন ব্যবহারকারীরা চাইলেই অ্যাপল মেইলের পরিবর্তে স্কিফ মেইলের মাধ্যমে ই-মেইল আদান-প্রদান করতে পারবেন। স্কিফ মেইল মূলত এন্ড-টু-এন্ড এনক্রিপটেড পদ্ধতিতে নিরাপত্তা দিয়ে থাকে। ফলে নতুন এ সুবিধা চালুর ফলে আইফোন ব্যবহারকারীরা নিরাপদে ই–মেইল আদান-প্রদানের সুযোগ পাবেন।

এন্ড-টু-এন্ড এনক্রিপটেড পদ্ধতিতে প্রেরকের পাঠানো বার্তা বিশেষ কোডে রূপান্তরিত হয়ে প্রাপকের কাছে পৌঁছায়। ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সে বার্তা পড়তে পারে না। আর তাই নিরাপদে ই–মেইল আদান-প্রদানের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে স্কিফ মেইল। আইফানে নতুন এ সুবিধা ব্যবহার করতে হলে প্রথমে অ্যাপস্টোর থেকে স্কিফ মেইল অ্যাপ নামাতে হবে। এরপর সেটিংস অপশনে স্কিফ মেইলকে ডিফল্ট হিসেবে নির্বাচন করতে হবে।

আইওএসে স্কিফ মেইল যুক্ত করার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু মিলিচ বলেছেন, ‘ব্যবহারকারীদের গোপনীয়তার সুরক্ষা দিতেই গড়ে উঠেছে স্কিফ। অনলাইনে সুরক্ষাসুবিধা বেছে নেওয়া সহজ হওয়া প্রয়োজন। এটি কোনো বিশেষ অধিকার নয়। আইওএস অপারেটিং সিস্টেমের ডিফল্ট ই–মেইল অ্যাপ হওয়া আমাদের লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ।’
সূত্র: টেক রাডার