প্রযুক্তির বিশ্বমেলায় এবার নতুন যেসব পণ্য আসতে পারে

কনজ্যুমার ইলেকট্রনিক শোর লোগো

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৯ জানুয়ারি শুরু হচ্ছে ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মেলা—কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। ভবিষ্যতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কী ধরনের পণ্য আনবে, তার ধারণা পাওয়া যায় সিইএস থেকে। তাই বছরজুড়েই গোটা দুনিয়ার প্রযুক্তিপ্রেমীরা তাকিয়ে থাকেন এ আয়োজনের দিকে। লাস ভেগাস কনভেনশন সেন্টারে শুরু হতে যাওয়া চার দিনের এ মেলায় বরাবরের মতো নিজেদের তৈরি নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে বিভিন্ন দেশের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবারের আয়োজনে যেসব প্রযুক্তি বা পণ্যের দেখা মিলতে পারে, সেগুলো সংক্ষেপে দেখে নেওয়া যাক।

এআই

২০২৪ সাল হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বছর। কারণ, এ বছরে ইন্টেল এবং এএমডির মতো প্রতিষ্ঠান এনপিইউ বা নিউরাল প্রসেসিং ইউনিট সংবলিত চিপ বাজারে আনতে যাচ্ছে। এনপিইউর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন টুল বর্তমানের তুলনায় সহজে ব্যবহার করা যাবে। মাইক্রোসফট সম্প্রতি কোপাইলট নামে নতুন একটি কি-বোর্ড কি উইন্ডোজ কম্পিউটারের কি-বোর্ডে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে মাইক্রোসফটও নিজেদের তৈরি কম্পিউটারে বিভিন্ন ধরনের এআই প্রযুক্তিসুবিধা যুক্ত করতে যাচ্ছে। এসব প্রযুক্তি বা পণ্যের দেখা মিলতে পারে সিইএসে।

ওয়াই-ফাই সেভেন

ওয়াই-ফাই সেভেন প্রযুক্তিনির্ভর ল্যাপটপ, টেলিভিশনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের দেখা মিলতে পারে চলতি বছরের সিইএস আসরে। অবশ্য এখনো এই প্রযুক্তি নিয়ে কাজ চলছে। ওয়াই-ফাই সেভেনে সর্বোচ্চ ৪৬ জিবিপিএস গতি পাওয়া যাবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে এর গতি হবে ৪৬ জিবি; যা ওয়াই-ফাই ৬ বা ৬ই-এর দ্বিগুণের বেশি। এ ছাড়া ওয়াই-ফাই সেভেনে এমএলও বা মাল্টি লিংক সুবিধা থাকবে। যার ফলে একই সঙ্গে দুটি ব্যান্ড ব্যবহার করতে পারে ওয়াই-ফাই সেভেন সমর্থিত যন্ত্র।

ওয়্যারলেস টিভি

গত বছরের সিইএস আসরে ওয়্যারলেস টেলিভিশনের দেখা মিললেও বেশি তথ্য জানা যায়নি। এ বছর তারহীন টেলিভিশনের হালনাগাদ প্রযুক্তিসহ বিস্তারিত তথ্য জানার সুযোগ মিলতে পারে।

ব্যবহারকারীবান্ধব সৌরবিদ্যুৎ

বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুতের দাম বাড়ার কারণে বিকল্প উৎস হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে। তাই সিইএস মেলায় সৌরবিদ্যুৎনির্ভর বিভিন্ন প্রযুক্তিপণ্যের দেখা মিলতে পারে।

এমইএমএস ইয়ারবাডস

হেডফোন বা ইয়ারবাডসের ভবিষ্যৎ প্রযুক্তি হিসেবে মাইক্রো-ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেমকে (এমইএমএস) বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান এক্সএমইএমএস সম্প্রতি এই প্রযুক্তির ইয়ারবাডস বাজারে ছেড়েছে। সিইএস মেলায় এমইএমএস প্রযুক্তির ইয়ারবাডসের দেখাও মিলতে পারে।

সূত্র: এনগ্যাজেট ডটকম