পানামায় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিয়েছে বাংলাদেশ

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্যরাসংগৃহীত

পানামায় আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড–২০২৩’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার থেকে পানামা সিটিতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ‘মেকাস্ক্র্যাচ_৪০৪’, ‘রোবনিয়াম বাংলাদেশ’ এবং ‘বাইট ব্যানডিটস্‌’ নামের তিনটি দলে মোট আট শিক্ষার্থী অংশ নিয়েছেন। তিন দিনের এ প্রতিযোগিতায় ৭৭টি দেশের ৪৫১টি দল অংশ নিয়েছে।

বাংলাদেশের দুটি দল নিজেদের স্টলে প্রকল্প প্রদর্শন করছে
সংগৃহীত

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নেওয়া ‘মেকাস্ক্র্যাচ_৪০৪’ দলের সদস্যরা হলেন নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক‍্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরী। টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’ দলের সদস্যরা হলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের ইসরাফিল শাহীন, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীম। আর টিম ‘বাইট ব্যানডিটস্’ দলের সদস্যরা হলেন উইল্‌স‌ লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়া, নটর ডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন। বাংলাদেশ দলের দলনেতা ও উপদলনেতা হিসেবে রয়েছেন যথাক্রমে রেদওয়ান ফেরদৌস এবং মাহেরুল আজম কোরেশী।

রোবট রানের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ দলের সদস্যরা
সংগৃহীত

আজ বুধবার পানামা থেকে রেদওয়ান ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রথম দিন থেকেই বাংলাদেশের দুটি দল নিজেদের স্টলে প্রকল্প প্রদর্শন করছেন। অপর দলটি তাদের রোবটের মাধ্যমে প্রথম ট্রায়াল রান সম্পন্ন করেছে। গত বছর আমরা “ফিউচার ইঞ্জিনিয়ার্স” বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছিলাম। এ বছর ফলাফল আরও ভালো হবে বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড–২০২৩ বাংলাদেশের জাতীয় পর্ব’। বিজয়ীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়।