অর্থের বিনিময়ে নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ব্যবহারে বাধ্য করতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে টুইটার। এরই মধ্যে নীল টিকযুক্ত ও সাধারণ ব্যবহারকারীরা দিনে কত টুইট (টুইটারে দেওয়া বার্তা) পড়তে বা পোস্ট করতে পারবেন, তা আলাদাভাবে নির্দিষ্ট করে দিয়েছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটি। এবার সাধারণ ব্যবহারকারীদের জন্য ডিরেক্ট মেসেজ (ডিএম) বার্তা পাঠানোর সংখ্যাও নির্দিষ্ট করতে যাচ্ছে টুইটার।
টুইটার জানিয়েছে, ডিরেক্ট মেসেজের মাধ্যমে ইচ্ছেমতো বার্তা পাঠাতে হলে টুইটার ব্যবহারকারীদের নীল টিকযুক্ত অ্যাকাউন্টের জন্য অর্থ খরচ করতে হবে। স্প্যাম বার্তা নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ ব্যবহারকারীরা দিনে কতবার ডিরেক্ট মেসেজে বার্তা পাঠাতে পারবেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি টুইটার।
নতুন এ নিয়ম চালু হলে সাধারণ টুইটার ব্যবহারকারীরা ডিরেক্ট মেসেজের মাধ্যমে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক বার্তা পাঠাতে পারবেন; অর্থাৎ নির্দিষ্ট সংখ্যার বেশি ডিরেক্ট মেসেজ পাঠানো যাবে না। ফলে প্রয়োজন হলেও ইচ্ছেমতো ডিরেক্ট মেসেজ পাঠানোর সুযোগ মিলবে না।
জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে সম্প্রতি ‘ক্রিয়েটর অ্যাডস রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ চালু করেছে টুইটার। রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত আয় করা যাবে। তবে শুধু নীল টিকযুক্ত অ্যাকাউন্টের নির্মাতারাই এ সুযোগ পাবেন।
সূত্র: দ্য ভার্জ