ইউটিউবে পুরো পর্দার পাশাপাশি ‘থিয়েটার’ বা ‘মিনি প্লেয়ার’ মোডেও ভিডিও দেখা যায়। চাইলে নিজের পছন্দমতো রেজল্যুশনে ভিডিও দেখারও সুযোগ মিলে থাকে। এবার ভিডিও চালু থাকা অবস্থায় নির্দিষ্ট অংশ জুম করে দেখার সুযোগ চালু হচ্ছে ইউটিউবে। এরই মধ্যে সুবিধাটির কার্যকারিতা পরখ করছে ভিডিও বিনিময়ের সাইটটি।

আরও পড়ুন

মাসে ইউটিউব শর্টস ব্যবহারকারী ১৫০ কোটি

নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা যেকোনো ভিডিওর নির্দিষ্ট অংশ বড় করে দেখতে পারবেন। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। ছবি বড় করে দেখার আদলেই ভিডিও বড় করে দেখা যাবে। অর্থাৎ ভিডিও চালু থাকা অবস্থায় পর্দায় আঙুল দিয়ে বড় করলেই ভিডিওর ছবি বড় দেখা যাবে।

বর্তমানে নির্দিষ্টসংখ্যক প্রিমিয়ার সংস্করণ ব্যবহারকারীদের ভিডিও বড় করে দেখার সুযোগ দিচ্ছে ইউটিউব। সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চালানোর পর এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। প্রাথমিকভাবে কেবল স্মার্টফোন ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

ইউটিউব শর্টসে রিমিক্স ভিডিও তৈরির সুযোগ