ইউটিউব ভিডিওতে মন্তব্য করার সুযোগ সাময়িকভাবে বন্ধ রাখা যাবে

‘পজ’ কমেন্ট সুবিধা চালু করেছে ইউটিউবইউটিউব

নিজেদের তৈরি ভিডিওতে সাময়িকভাবে মন্তব্য নিয়ন্ত্রণের সুযোগ দিতে ‘পজ’ কমেন্ট সুবিধা চালু করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এ সুবিধা চালুর ফলে নির্মাতারা চাইলেই নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেদের তৈরি ভিডিওতে দর্শকের মন্তব্য করার সুযোগ সাময়িকভাবে বন্ধ রাখতে পারবেন। এর ফলে বর্তমানের তুলনায় আরও সহজে ভিডিওর মন্তব্য নিয়ন্ত্রণ করার সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন

বর্তমানে ইউটিউবে নিজেদের তৈরি ভিডিওতে মন্তব্য করার সুযোগ পুরোপুরি বন্ধ রাখা যায়। শুধু তা–ই নয়, পর্যালোচনা করে মন্তব্য প্রকাশের সুযোগও রয়েছে ইউটিউবে। নতুন এ সুবিধা চালুর ফলে নির্মাতারা চাইলে যেকোনো সময় ভিডিওতে মন্তব্য করার সুযোগ বন্ধ রাখতে পারবেন।

আরও পড়ুন

ইউটিউবের তথ্যমতে, দর্শকদের মন্তব্য নিয়ন্ত্রণ করা থেকে নির্মাতাদের বিরতি নেওয়ার সুযোগ দিতেই এ সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে নির্মাতারা সহজেই ভিডিওতে মন্তব্য করার সুযোগ সাময়িকভাবে বন্ধ রাখতে পারবেন। সে সময় দর্শকেরা ভিডিওতে থাকা আগের মন্তব্যগুলো দেখতে পেলেও নিজেরা মন্তব্য করতে পারবেন না।

এ সুবিধা চালুর ফলে ইউটিউব ভিডিওর মন্তব্য নিয়ন্ত্রণ অপশনে ‘অন’, ‘কমেন্ট মডারেশন’, ‘পজ’ ও ‘অফ’—এই চারটি অপশন দেখা যাবে। নতুন ‘পজ’ অপশনটি ইউটিউবের ওয়াচ পেজের কমেন্ট সেটিংসের মধ্যে পাওয়া যাবে। পর্যায়ক্রমে সব দেশ থেকে এ সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।

সূত্র: দ্য ভার্জ ও নিউজ ১৮