২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নির্মাতাদের জন্য ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর নতুন সুবিধা

ইউটিউবে আরও কার্যকরভাবে পণ্যের বিজ্ঞাপন দেখাতে পারবেন নির্মাতারাইউটিউব

নতুন একটি উপায়ে ভিডিওর কোনো নির্দিষ্ট একটি সময়ে শপিং বাটনসহ পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবেন ইউটিউব প্ল্যাটফর্মের নির্মাতারা। কমিউনিটি পোস্টে ইউটিউব নতুন এ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে।

নতুন এ সুবিধার মাধ্যমে নির্মাতারা ইউটিউব ভিডিওতে একটি টাইমস্ট্যাম্প যোগ করে ভিডিওতে উল্লেখ করা পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন। ফলে ভিডিওর যে সময় নির্ধারণ করা হবে, সেই সময়ে দর্শকেরা ইউটিউব ভিডিওতে ছোট আকৃতির একটি শপিং বাটনসহ পণ্যের বিজ্ঞাপন দেখতে পারবেন।

টাইমস্ট্যাম্পে শপিং বাটন প্রদর্শনের নতুন বিজ্ঞাপনটি ১ মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিওতে যুক্ত করা যাবে। ফলে শর্টস ভিডিওতে এ ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না। এ ছাড়া একটি টাইমস্ট্যাম্প থেকে আর একটি টাইমস্ট্যাম্পের সময়ের পার্থক্য হবে অন্তত ৩০ সেকেন্ড। ট্যাগ প্রোডাক্ট সেকশন থেকে টাইমস্ট্যাম্পে ক্লিক করে শপিং বাটন যুক্ত করে এ ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে।

বলা হচ্ছে, নতুন এ সুবিধা চালু হলে প্রতিষ্ঠান এবং নির্মাতারা আরও কার্যকরভাবে পণ্যের বিজ্ঞাপন দর্শকদের দেখাতে পারবেন। কারণ, ভিডিওতে পণ্য সম্পর্কে বর্ণনা উল্লেখ করার সময়ই শপিং বাটন যুক্ত করা যাবে।

এ ছাড়া পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ভিডিও লাইব্রেরিতে একসঙ্গে অনেক পণ্যের ট্যাগ যুক্ত করার নতুন আরেকটি সুবিধাও আনছে ইউটিউব। পাশাপাশি কোন পণ্যের বিজ্ঞাপন থেকে বেশি আয় হয়েছে তা ইউটিউব স্টুডিও থেকে নির্মাতারা জানতে পারবেন।