গুগল ড্রাইভে যুক্ত হলো ট্রান্সক্রিপটস, যে সুবিধা পাওয়া যাবে
অনলাইনে নিরাপদে ফাইল বা ছবি-ভিডিও সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় অনেকে গুরুত্বপূর্ণ তথ্যও জমা রাখেন গুগল ড্রাইভে। তবে দীর্ঘদিন গুগল ড্রাইভে ভিডিও সংরক্ষণ করলে পরে নির্দিষ্ট ভিডিও খুঁজে পাওয়ার পাশাপাশি সেগুলোতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে বেশ সমস্যা হয়। এ সমস্যা সমাধানে গুগল ড্রাইভে ট্রান্সক্রিপটস–সুবিধা যুক্ত করেছে গুগল।
ট্রান্সক্রিপটস–সুবিধা চালুর ফলে গুগল ড্রাইভে থাকা ভিডিও চালু করলেই প্লেয়ারের পর্দার সাইডবারে ভিডিওটির বিভিন্ন দৃশ্যে থাকা তথ্য সময়সহ দেখা যাবে। এর ফলে আকারে বড় ভিডিওর সম্পূর্ণ অংশ না দেখেই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর কোন কোন অংশে রয়েছে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
গুগলের তথ্যমতে, গুগল ড্রাইভে সংরক্ষণ করা যেসব ভিডিওতে ক্যাপশন রয়েছে, সেগুলোতে সরাসরি ট্রান্সক্রিপটস–সুবিধা পাওয়া যাবে। তবে যেসব ভিডিওতে ক্যাপশন নেই, সেসব ভিডিও ফাইলের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করে ‘ম্যানেজ ক্যাপশন ট্র্যাকস’ নির্বাচন করতে হবে। এরপর ‘জেনারেট অটোমেটিক ক্যাপশনস’ অপশন নির্বাচন করলেই ভিডিওটিতে ক্যাপশন যুক্ত হয়ে যাবে। এর ফলে সহজেই ট্রান্সক্রিপটস–সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।
গুগল ড্রাইভে যুক্ত হওয়া ট্রান্সক্রিপটস সুবিধাটি সব গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গুগল। আগামী ২৬ মার্চের মধ্যে পর্যায়ক্রমে এ সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: দ্য ভার্জ