চলতি পথে অনলাইন সভার জন্য গুগল মিটে নতুন নিরাপত্তা

গুগল মিটগুগল

বাসে বা হাঁটার সময় ভিডিও কলের মাধ্যমে অফিসের গুরুত্বপূর্ণ সভা করেন অনেকে। এর ফলে আশপাশে থাকা ব্যক্তিরাও ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিদের ছবি বা কথা শুনতে পারেন। এ সমস্যা সমাধনে চলতি পথে অনলাইন সভায় অংশ নেওয়া ব্যক্তিদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে গুগল মিট। ‘অন–দ্য–গো’ মোড নামের এ সুবিধা চালুর ফলে পথ চলার সময় কেউ ভিডিও কল করলে সেই ব্যক্তির ছবি পর্দায় দেখাবে না গুগল মিট। অর্থাৎ ফোনে কথা বলার আদলে ভিডিও কলে অংশ নেওয়া যাবে।

গুগল মিটের তথ্য মতে, ব্যবহারকারী ও অনলাইন সভার তথ্যের নিরাপত্তায় এ নিরাপত্তা সুবিধা চালু করা হয়েছে। অন–দ্য–গো মোড সুবিধায় পথ চলার সময় গুগল মিটের বিভিন্ন আইকনের আকার বড় দেখা যাবে। ফলে হাঁটার সময় আইকনগুলোয় সহজেই ক্লিক করা যাবে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ফোনের ক্যামেরা বন্ধ করে শুধু প্রোফাইল ছবি দেখানো হবে। ফলে অনলাইন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের আশপাশের দৃশ্য ভিডিও কলের অন্য প্রান্তে থাকা ব্যক্তিরা দেখতে পারবেন না।

আরও পড়ুন

গুগল মিটে অন–দ্য–গো সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। চলন্ত অবস্থায় বৈঠকে যোগ দিলেই ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করে ফোনের পর্দায় অন–দ্য–গো মোড সুবিধা চালুর জন্য একটি ‘পপ-আপ’ বার্তা দেখা যাবে। বার্তায় সম্মতি দিলে এ সুবিধা চালু হয়ে যাবে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর ভিডিও কলের পাশে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করে অন–দ্য–গো নির্বাচন করলেই অপশনটি বন্ধ করা যাবে।

আরও পড়ুন

উল্লেখ্য, অনলাইন সভার সময় ভার্চ্যুয়াল পটভূমির পাশাপাশি অ্যাভাটার ব্যবহারের সুযোগ রয়েছে গুগল মিটে। এসব সুবিধা কাজে লাগিয়ে অনলাইন সভায় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের পাশাপাশি নিজেদের চেহারার বদলে অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহার করা যায়।

সূত্র: নাইনটুফাইভ ডটকম