গুনগুন করে গান গাইলে সেই গান খুঁজে দেবে ইউটিউব
পুরোনো দিনের গানের সুর জানা থাকলেও সেই গানের কথা বা শিল্পীর নাম অনেকেই ভুলে যান। এর ফলে ইউটিউবে গানটি খুঁজে পেতে বেশ সমস্যা হয়। এ সমস্যা সমাধানে সুর উচ্চারণ করলেই সেই গান খুঁজে দেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে ইউটিউব। নতুন এ সুবিধা চালু হলে ইউটিউবের ভয়েস সার্চ অপশনে প্রবেশ করে পছন্দের গানের সুর গুনগুন করে গাইলেই গানটি সার্চ ফলাফলে দেখা যাবে।
এক ব্লগ বার্তায় ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপে নতুন ভয়েস সার্চ সুবিধা চালুর জন্য কাজ চলছে। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ৩ সেকেন্ডের বেশি সময় কোনো গান গুনগুন করে গাইলেই সেই সুরের সঙ্গে প্রাসঙ্গিক গানগুলো খুঁজে দেবে ইউটিউব। বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে।
ইউটিউবের তথ্যমতে, এ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ফোন থেকে ইউটিউব অ্যাপের ভয়েস সার্চ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘সং’ সার্চ অপশনে প্রবেশ করে মাইক্রোফোন চালু থাকা অবস্থায় কোনো গান গুনগুন করলে বা রেকর্ড করলে সেই সুরের সঙ্গে প্রাসঙ্গিক গানগুলো সার্চ ফলাফলে দেখা যাবে।
নতুন এ ভয়েস সার্চ অপশনে নির্দিষ্ট শিল্পীর গানের পাশাপাশি সাধারণ ইউটিউব ব্যবহারকারীদের গাওয়া গানসহ শর্টস ভিডিওর ফলাফলও দেখাবে ইউটিউব। ফলে সহজেই নির্দিষ্ট গান খুঁজে পাওয়া যাবে। শাজাম নামের একটি অ্যাপ এরই মধ্যে এ ধরনের ভয়েস সার্চ সুবিধা চালু করেছে। তবে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা এবং গানের সংগ্রহ কম থাকায় এ সুবিধা তেমন জনপ্রিয়তা পায়নি।
সূত্র: ম্যাশেবল