জুম মিটিংয়ে হ্যাকারদের হানা, দ্রুত হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ

জুমে তিনটি নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে।জুম

ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুমে তিনটি নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই গোপনে যেকোনো মিটিংয়ে অংশ নিয়ে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। জুম সফটওয়্যারের ডেস্কটপ সংস্করণে এ ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এরই মধ্যে দেশটির নাগরিকদের জুম সফটওয়্যার ব্যবহারে সতর্ক করেছে তারা।

আরও পড়ুন

ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ত্রুটিগুলোর কারণে জুম মিটিং কানেক্টর ফিচারের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে আমন্ত্রণ ছাড়াই যেকোনো ব্যক্তি নাম–পরিচয় গোপন রেখে মিটিংয়ে অংশ নিতে পারেন। ফলে হ্যাকাররা এ সুযোগ কাজে লাগিয়ে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনলাইন মিটিংয়ে যোগ দিয়ে গোপনে তথ্য সংগ্রহ করতে পারে।

আরও পড়ুন

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে এরই মধ্যে নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। নিরাপদ থাকতে সর্বশেষ সংস্করণের জুম সফটওয়্যার ব্যবহারের অনুরোধ করেছে তারা।

হালনাগাদ সংস্করণ নামানোর জন্য উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে জুম সফটওয়্যার চালু করে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এবার আপডেট অপশনে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে জুমের হালনাগাদ সংস্করণ ডাউনলোড হয়ে যাবে। মুঠোফোনে এ ত্রুটির সন্ধান না পাওয়া গেলেও গুগল প্লে স্টোর থেকে জুমের হালনাগাদ সংস্করণ নামাতে পারবেন ব্যবহারকারীরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া