পিটার নরটনের জন্ম

কম্পিউটার প্রোগ্রামার, সফটওয়্যার প্রকাশক ও লেখক পিটার নরটন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাবারডিনে জন্মগ্রহণ করেন। নরটন অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের কারণে তিনি পরিচিত।

নিজের লেখা একটি বইয়ের প্রচ্ছদে পিটার নরটনউইকিমিডিয়া

১৪ নভেম্বর ১৯৪৩
পিটার নরটনের জন্ম
কম্পিউটার প্রোগ্রামার, সফটওয়্যার প্রকাশক ও লেখক পিটার নরটন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাবারডিনে জন্মগ্রহণ করেন। ডস অপারেটিং সিস্টেমে চলা ডেস্কটপ কম্পিউটারের ডিস্কে মুছে যাওয়া তথ্য পুনরুদ্ধার করার সফটওয়্যার বা প্রোগ্রাম লেখার জন্য প্রথম আলোচনায় আসেন পিটার নরটন। এই প্রোগ্রাম পরে নরটন ইউটিলিটিজ নামের গুচ্ছ সফটওয়্যারের অংশ হয়ে যায়। নরটন অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান।
নরটনের ছোটবেলা কেটেছে সিয়াটলে। রিড কলেজে পড়াশোনা করার পর তিনি বোয়িং ও জেট প্রোপালশন ল্যাবরেটরির মতো প্রতিষ্ঠানে মেইনফ্রেম ও মিনিকম্পিউটার নিয়ে কাজ করেন। ১৯৮২ নরটন পিটার নরটন কম্পিউটিং প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে নরটন অ্যান্টিভাইরাসসহ বেশ কিছু সফটওয়্যার, বই ও কারিগরি নির্দেশিকা (ম্যানুয়াল) প্রকাশ করা হয়। নরটনের লেখা প্রথম বই ‘ইনসাইড দ্য আইবিএম পিসি: অ্যাকসেস টু অ্যাডভান্সড ফিচারস অ্যান্ড প্রোগ্রামিং’ বের হয় ১৯৮৩ সালে। ১৯৮৮ সাল পর্যন্ত হিসাবে নরটন কম্পিউটিং ৩৮ কর্মী নিয়ে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রাজস্ব আয় করে।

সাইম্যানটেক নরটনের নামেই অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাজারজাত করে

১৯৯০ সালে নরটন সাইম্যানটেকের কাছে সাত কোটি মার্কিন ডলারে তাঁর সফটওয়্যার প্রতিষ্ঠান বিক্রি করে দেন। সাইম্যানটেক পরবর্তী এক দশকের বেশি সময় ধরে তাদের সফটওয়্যার পণ্যে নরটনের নাম জিইয়ে রাখে।
নরটন একসময় অ্যাকর্ন টেকনোলজিস ও ইচায়না ক্যাশের চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে দ্য পিটার নরটন ফ্যামিলি ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ফাউন্ডেশন শিল্পকলার প্রসারে ও মানবিক–সামাজিক সেবার কাজে সহযোগিতা করে থাকে। শিল্পকর্মের উল্লেখযোগ্য ব্যক্তিগত সংগ্রহ রয়েছে পিটার নরটনের। তিনি অনেক জাদুঘর ও বিশ্ববিদ্যালয়ে অনেক শিল্পকর্ম দান করেন।